ইংরেজি বছর শেষ হতে আর বেশি দিন বাকি নেই। মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হবে নতুন বছর। এই সময় দারুন খুশির খবর নিয়ে হাজির রাজ্য সরকার। প্রায় এক বছর আগে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার চলতি ডিসেম্বর মাসে আবারো একটি সুখবর দিচ্ছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি হাসি ফুটিয়েছে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের মুখে।
ডিসেম্বর মাস মানেই শীতের শুরু আর ছুটির আমেজ। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরীক্ষা প্রায় শেষ হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই রয়েছে বড়দিন। তারপরেই আবারো নতুন একটি বছরের সুচনা। এই সময়টায় ঘুরতে যান বহু মানুষ। বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে ভিড় জমাতে থাকেন পর্যটকরা। এই পরিস্থিতিতে দারুন সুখবর নিয়ে হাজির রাজ্য সরকার। প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর (Government Employees) জন্য জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে এখন থেকে সমস্ত শ্রেণীর রাজ্য সরকারি কর্মীরা এলটিসি এবং এইচটিসি ট্রেনের এসি কোচের ভাড়া পাবেন, তাও আবার সপরিবারে ভ্রমণের ক্ষেত্রেও।
তবে এক্ষেত্রে কিছু ভাগ রয়েছে। যেমন যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বেতন ৫০ হাজারের নিচে তাদের জন্য এসি থ্রি টায়ারের ভাড়া বরাদ্দ করছে রাজ্য সরকার। অন্যদিকে যে সমস্ত কর্মীদের বেতন ৫০০০০ এর বেশি তাদের জন্য এসি টু টায়ারের ভাড়া বরাদ্দ করেছে সরকার। এছাড়াও যদি কোন ট্রেনে শুধুমাত্র চেয়ার কারের ব্যাবস্থা থাকে তাহলেও সেখানে এসি কোচের ভাড়া দেবে রাজ্য সরকার।
আরো পড়ুন: গত পাঁচ বছরে রাজ্য ছেড়েছে ২০০০ এর বেশি সংস্থা, হুলুস্থুল রাজ্য জুড়ে
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোন রাজ্য সরকারি কর্মী (Government Employees) জাহাজে করে আন্দামান অথবা লাক্ষাদ্বীপ যেতে চান, সেক্ষেত্রেও সুবিধা দেবে রাজ্য সরকার। ট্রেনের মত জাহাজের ভাড়ার ক্ষেত্রেও বিভাজন রয়েছে। যে সমস্ত কর্মচারীদের বেতন ৫০ হাজার টাকার উর্ধ্বে তারা কেবিন এ-এর ভাড়া পাবেন এবং যাদের বেতন ৫০ হাজারের নিচে তারা কেবিন বি-এর ভাড়া পাবেন।
ভ্রমণের জন্য প্রত্যেক পাঁচ বছর অন্তর সরকারি কর্মীদের (Government Employees) ভাড়া দেওয়ার বিষয়টি নতুন নয়। কিন্তু এতদিন পর্যন্ত এত সুযোগ সুবিধা দেওয়া হতো না কর্মীদেরকে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাজ্য সরকারের গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে ভ্রমণের সময় ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া দেওয়া হতো। সেক্ষেত্রে অনেক সময় সপরিবারে ভ্রমণের সময় নিজের টাকা খরচ করে ঘুরতে যেতে হতো কর্মীদের। কিন্তু এবার থেকে সকল কর্মীকেই এসি কোচের ভাড়া প্রদান করবে রাজ্য সরকার।