Biometric attendance: ডিজিট্যাল হচ্ছে ভারত সঙ্গে এর রাজ্যগুলিও হাঁটছে স্মার্ট ব্যবস্থার পথে। আর সেই জন্যই কর্মস্থলে কর্মীদের আসা যাওয়া নিয়ে হাজিরার খাতার উপর আর ভরসা রাখতে পারছেন না রাজ্য সরকার। জানা যাচ্ছে গত বছরে মে মাসে রাজ্যের অর্থদপ্তরে বায়োমেট্রিক এটেনডেন্সের ব্যবস্থা করা হয়। যদিও এর সাথে পুরানো সই করার হাজিরা খাতার ব্যবস্থাও ছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক কর্মীই বিভিন্ন অজুহাতে শুধু মাত্র সই করে বেরিয়ে যাচ্ছেন এবং বায়োমেট্রিক এটেনডেন্স দেওয়া এড়িয়ে যাচ্ছেন। এবার তাই আরও কঠিন হলো রাজ্য।
এবার সরকারি কর্মীদের জন্য বায়োমেট্রিক এটেনডেন্স (Biometric attendance) বাধ্যতামূলক করে দিলো পশ্চিমবঙ্গ সরকার। পুরোপুরি ভাবে হাজিরা খাতার প্রসঙ্গ তুলে দিলো নবান্ন। অর্থ দপ্তরের কর্মীদের জন্য সম্প্রতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার।
সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এতদিন খাতায় সই করে হাজিরা দেওয়া এবং বায়োমেট্রিক (Biometric attendance) উভয় সুবিধা বজায় থাকলেও এবার হাজিরার খাতা ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এবার থেকে রাজ্যের অর্থ দপ্তরের কর্মীদের অফিসে আসা যাওয়ার ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করে দেওয়া হলো। এর আগে সব কর্মীর বায়োমেট্রিক ব্যবহার না করার জন্য কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে বেশ সমস্যা হচ্ছিল সেই সমস্যার সমাধান করতেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে রাজ্য।
আরো পড়ুন: আর নয় বিতর্কিত প্রশ্ন পর্ষদের কড়া নির্দেশ বিদ্যালয়গুলিতে
যদিও অর্থ দপ্তরের কর্মীদের দাবি বায়োমেট্রিক মেশিন (Biometric attendance) খারাপ থাকলে বা ডেটা আপলোড না হলে তখন বিকল্প পথে হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নতুন বদলি হয়ে আসা কর্মীদের ক্ষেত্রে এবং পদোন্নতি পেয়ে নবান্ন আসা কর্মীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিচ্ছে।
নতুন নির্দেশিকায় এও বলা হয়েছে যে এবার থেকে নবান্নের সব বিভাগ এবং শাখায় সব স্তরের কর্মীদের জন্য বায়োমেট্রিক (Biometric attendance) পদ্ধতিতে দেওয়া হাজিরা গ্রহণযোগ্য মানা হবে। তাই যাঁরা নবান্ন বদলি হয়ে বা পদোন্নতি হয়ে আসছেন প্রথম দিনই তাঁদের বায়োমেট্রিকের কাজ সেরে নিতে হবে। এছাড়া যাঁরা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে ট্রান্সফার হবেন তাদেরকেও বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার আবেদন করে দিতে হবে আগে থেকেই।