Kolkata Bus: বাড়ানো হোক কলকাতা বাসের আয়ু, দুর্ঘটনা প্রতিরোধে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সম্প্রতি জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরসের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে দু পক্ষের মধ্যেই। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত এসওপি কার্যকর করতে হলে আরো অনেক বেশি কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও একাধিক বাসকে একই রুটে পারমিট দেওয়া হলে রেষারেষি বাঁধতে বাধ্য। এই বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সার্ভে শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যকে। এছাড়াও বাসের আয়ু বাড়ানোর আবেদন জানানো হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৫ বছরের বেশি বয়সী কোনো গাড়ি রাস্তায় চালানো যাবে না। ১৫ বছর বয়স অতিক্রম করলেই গাড়িগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে। কিন্তু এর বিপক্ষে বাস মালিকরা (Kolkata Bus) আবেদন জানায়। ১৫ বছরের পরিবর্তে ২০ বছর করার দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিল বাস মালিকরা। তবে পরিবহনমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতেই হবে। কলকাতার রাস্তায় কোনো মতেই এই ধরনের গাড়ি চালানো যাবে না। কিন্তু হঠাৎ করে বাস বাতিল করে দিলে পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই সবদিক বিবেচনা করে মুখ্যমন্ত্রী আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব সার্ভে শুরু করতে বলা হয়েছে। ১৫ বছর বয়সী বা তার কাছাকাছি বয়সী যে বাসগুলি রয়েছে সেগুলিকে আরো পাঁচ বছর অতিরিক্ত চালানো সম্ভব কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়াও অভিযোগ উঠেছে ভিএলডিটির যা দাম তার ৫০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে রিনুয়ালের জন্য। পশ্চিমবঙ্গের সমস্ত ড্রাইভারদের নিয়ে কর্মশালা করা হবে। সেখানে সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকবেন কলকাতা বাসের (Kolkata Bus) ড্রাইভাররাও। সারা বছরই এই ধরনের কর্মশালার আয়োজন করা হোক, তাতে দুপক্ষেরই সুবিধা অসুবিধার কথা প্রকাশ্যে আসবে। জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরসের পক্ষ থেকে এই কর্মশালার আয়োজন করা হবে।
আরো পড়ুন: বন্ধ হতে চলেছে হুগলি সেতু, চলবে না কোনো যান, জানুন বিকল্প পথ
উল্টোডাঙায় একটি ভয়াবহ দুর্ঘটনার খবর সামনে এসেছে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমগ্র রাজ্যই আলোচনায় মুখরিত হয়ে রয়েছে। এই ঘটনার খবর সামনে আসতেই বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী। পথ দুর্ঘটনা যেকোন ভাবেই হতে পারে। তাই পথ নিরাপত্তা বাড়ানো সরকারের কর্তব্য। যেভাবেই হোক যাত্রী সুরক্ষার্থে পথ নিরাপত্তা বৃদ্ধি করতেই হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এসওপি তৈরির কাজও।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা বাসের (Kolkata Bus) ড্রাইভারদের নিয়ে কর্মশালা করার নির্দেশ দিয়েছেন তিনি। বাস ড্রাইভারদের অথবা সরকারের পক্ষ থেকে যদি কোথাও কোনো রকম গাফিলতি দেখা যায় তা সংশোধন করতে হবে। তার জন্যই এই কর্মশালার আয়োজন করা হচ্ছে। নতুন বাসকে পারমিট দেওয়ার আগে সেই বাস সম্পর্কেও আলোচনা করা যাবে এই কর্মশালার মাধ্যমে। এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনটি আরো বড় আকারে নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। কলকাতার রাস্তায় গাড়ির স্পিড মাপার জন্য ক্যামেরা রয়েছে। এই পদ্ধতি যাতে পঞ্চায়েতে এলাকা পর্যন্ত পৌঁছানো যায় সেই ব্যবস্থা করা হবে। দেশের মধ্যে দুর্ঘটনার দিক থেকে ১১তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতি যাতে আর বেশি দিন স্থায়ী না হয় সেই চেষ্টাই করা হচ্ছে।