New Bridge: তপসিয়ায় তৈরি হবে নতুন ব্রিজ, উদ্যোগ নিল রাজ্য সরকার। রাস্তাঘাটে অতিরিক্ত যানজটের কারণে হওয়া হয়রানি দিন শেষ। কলকাতাবাসীর জন্য রয়েছে দারুন একটা সুখবর। খুব শীঘ্রই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে আরো নতুন একটা ব্রিজ। ইতিমধ্যে নতুন ব্রিজের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া এই অভিনব উদ্যোগ কলকাতাবাসীর জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র জানা গেছে, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি একটি নতুন ব্রিজ (New Bridge) তৈরি করার জন্য কয়েক কোটি টাকার তহবিল হাতে পেয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জিজে খান রোড এবং পূর্ব তপসিয়ার মধ্যবর্তী শহরতলীর হেড কাট ক্যানালের উপরে নতুন একটি ব্রিজ তৈরি করা হতে চলেছে। উদ্দেশ্য শহরের যানজট কমানো। এর আগেও কলকাতা শহরের যানজট নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক সেতু তৈরি করা হয়েছে। এই সেতুগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো, মা উড়ালপুল। সেই তালিকাতে যুক্ত হতে চলেছে আরো একটি নতুন নাম।
শহরতলীর হেড কাট খালের উপর দ্বিতীয় সমান্তরাল সেতু তৈরি হতে চলেছে। এই সেতুর জন্য ইতিমধ্যে ১৯.৫ কোটি টাকার আর্থিক বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আগামী তিনটি আর্থিক বছরে পর্যায়ক্রমে এই তহবিল পেতে চলেছে কেএমডিএ। তবে যানজটের সাথে মোকাবিলা করতে শুধুমাত্র নতুন সেতু (New Bridge) তৈরি করাই নয়, কেএমডিএর পক্ষ থেকে ইএম বাইপাসের গড়িয়া ঢালাই সেতুটিকে আরো চওড়া করার আবেদনও জানানো হয়েছিল।
আরো পড়ুন: সময়ের আগেই দিতে পারে পরিষেবা! নতুন কৌশলে বাজিমাত শিয়ালদহ এসপ্লানেড মেট্রোয়
যদিও আপাতত যে ব্রিজটি রয়েছে তা গড়িয়াবাসীর জন্য উপহার স্বরূপ। গড়িয়ার এই ঢালাই ব্রিজটি উত্তর দিকে বৈষ্ণবঘাঁটা পাটুলি থেকে, দক্ষিণে কমলগাজী পর্যন্ত পূর্বে গড়িয়া রেল স্টেশন এবং নিউ গড়িয়া থেকে পশ্চিমে গড়িয়া বাজার পর্যন্ত এলাকাগুলিকে যুক্ত করছে। তবে এই এলাকার সাথে তপসিয়াকে যুক্ত করে নেওয়ার জন্যই নতুন আরো বড় একটি ব্রিজ (New Bridge) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই বিষয়ে নিজেদের অভিমত জানিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি। জানা গেছে গড়িয়া ঢালাই ব্রিজ আরো চওড়া করার জন্য সেতুর চারপাশের পেরিফেরিয়াল অংশটি আরো সম্প্রসারণ করা জন্য কেএমডিএ-কে অনুরোধ করেছিল কলকাতার ট্রাফিক পুলিশ। যেহেতু এটি বাইপাস এবং দক্ষিণ বাইপাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ তৈরি করছে তাই এই অনুরোধ করা হয়েছিল বলে জানা গেছে। আপাতত এই ঢালাই সেতুটি ২ প্লাস ২ লেনের রয়েছে। তবে কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই এই সেতুকে ছয় লেনের করিডোর হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।