School Holidays: পরিবর্তিত স্কুলের ছুটির তালিকা, বড় সিদ্ধান্ত নিল রাজ্য। সাধারণত স্কুলগুলিতে সব থেকে বেশি ছুটি থাকে। বছরে দুটো বড় ছুটি দেওয়া হয় স্কুলে। একটি পুজোর সময়, অপরটি গরমকালে। গ্রীষ্মের ছুটির ক্ষেত্রে প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সবক্ষেত্রে স্কুল ছুটির সময়সীমা প্রায় সমান। দিন সংখ্যায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। কিন্তু সমস্যা দেখা দেয় পুজোর ছুটির ক্ষেত্রে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের তুলনায় প্রাথমিককে ছুটির দিন সংখ্যা একেবারেই কম।
মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় টানা এক মাসের পুজোর ছুটি দেয়। সেখানে প্রাথমিক স্কুলগুলি এক থেকে দুই সপ্তাহ ছুটি দেয় দুর্গাপূজা উপলক্ষে। লক্ষ্মী পূজার দুদিন পর থেকেই খুলে যায় সমস্ত প্রাথমিক স্কুল। অন্যদিকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুল খোলে একেবারে ভাই ফোটার পর। দুর্গাপূজার পঞ্চমী থেকে ভাইফোঁটা পর্যন্ত একটানা ছুটি থাকে স্কুলগুলিতে। এই দুই ধরনের স্কুলের ছুটির (School Holidays) দিন সংখ্যা সংক্রান্ত বৈষম্য দূর করতে নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের শিক্ষা দপ্তর।
এ বছর লক্ষ্মী পূজার দুদিন পর থেকে কালীপুজোর আগের দিন পর্যন্ত অর্থাৎ উনিশে অক্টোবর ২০২৪ থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি প্রাথমিক স্কুল খোলা ছিল। রাজ্যে বর্তমানে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৫০ হাজার। যখন নিচু শ্রেণি শিক্ষার্থীরা ছুটি কাটিয়ে স্কুলে যোগদান করেছে। তখনও উঁচু শ্রেণীর শিক্ষার্থীরা ছুটি কাটাচ্ছে। প্রায় ৯৯৯১ টি মাধ্যমিক স্কুল এবং ৬ হাজার ৭৭১ টি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ ছিল (School Holidays)।
আরো পড়ুন: এনওসি ছাড়া নিষিদ্ধ প্রাইভেট প্র্যাকটিস, কড়া নির্দেশ জারি করল স্বাস্থ্য ভবন
এই নিয়ে শিক্ষকদের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। শিক্ষা বর্ষ হিসাব করে দেখা গেছে এ বছর উঁচু শ্রেণির শিক্ষার্থীদের তুলনায় নিচু শ্রেণীর শিক্ষার্থীরাই বেশি সময় পাচ্ছেন বিদ্যালয় ক্লাস করার জন্য। ছোটদের ছুটির প্রয়োজন বেশি। সেখানে বড়দের কেন এত বেশি ছুটি দেওয়া হয় এই নিয়ে উঠছিল প্রশ্ন। শিক্ষকদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ এমন পর্যায়ে পৌঁছেছে যে ছুটির (School Holidays) এই বৈষম্য পরিবর্তনের দাবি উঠেছিল। সেই দাবি মেনে নিল রাজ্যের শিক্ষা দপ্তর।
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে স্কুলের ছুটির তালিকায় (School Holidays) আর কোনো বৈষম্য রাখা হবে না। এখন থেকে প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই পূজোর সময় প্রায় এক টানা এক মাসের ছুটি দেওয়া হবে। গরমে ছুটির ক্ষেত্রেও একই পদ্ধতিতে চলবে সব স্কুল। মে মাসের শেষের দিকে ছুটি থাকবে প্রত্যেকটি স্কুল। এবং এপ্রিলের শুরুতে মর্নিং স্কুল চালু করা হবে সব ক্ষেত্রে। গরমের দাবদাহ থেকে বাঁচতে মর্নিং স্কুলই সবচেয়ে ভালো। এমনটাই জানিয়েছে শিক্ষা দপ্তর।