Pradhan Mantri Awas Yojana: জনরোষের মুখে প্রধানমন্ত্রী আবাস যোজনা! হঠাৎই তালিকা থেকে বাদ ৩. ৫ লক্ষ নাম

Pradhan Mantri Awas Yojana: রাজনীতিতে চলছে সবুজ-গেরুয়ার হাড্ডাহাড্ডি লড়াই। মাঠ দখল করতে একে অপরকে টেক্কা দিতে জনগণের জন্য আনছে একের পর এক সুবিধা। রাজ্যের মানুষের জন্য যেমন মুখ্যমন্ত্রী নানান প্রকল্প বাস্তবায়ন করছে তেমনি সারাদেশের মানুষের জন্য নানা সুবিধা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী। তেমনি এক অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। যে প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছেন। এবার সেই যোজনা থেকেই বাদ পরল বহু মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়তেই তীব্র বিক্ষোভ জনগণের। কেন বাদ দেওয়া হল? নেপথ্যে কি কারণ রয়েছে?

প্রসঙ্গত, ২০১৫ সালে চালু হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। যা একটি ক্রেডিট-সংযুক্ত ভর্তুকি প্রকল্প। যে প্রকল্পের লক্ষ্য হলো নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের গৃহ নির্মাণের জন্য এই প্রকল্পের মাধ্যমে কিছু অর্থ প্রদান করা। ২০২২ সালের মধ্যে প্রায় ২০ মিলিয়ন বাড়ি নির্মাণ হয়েছে এই যোজনার মাধ্যমে। তবে সাম্প্রতিক এই যোজনার তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষের নাম। যা নিয়ে কেঁপে উঠেছে জনগণ। কোন কোন জেলার ব্যক্তিদের নাম বাদ পরলো? কি কারণেই বা বাদ পরলো?

সূত্রের খবর পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকার সমীক্ষায় বহু ভুয়ো নাম ধরা পড়েছে। যার কারণে রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রেখেছে কেন্দ্র। যা নিয়ে চলছে তীব্র বিক্ষোভ। এদিকে জনগণকে থামাতে রাজ্য থেকেই গরিব-নিম্নবিত্তদের আবাসন তৈরির উদ্যোগ নিয়েছে বাংলা। কিন্তু সেই উদ্যোগেও রাজ্যের দিকে আঙুল তুলেছে জনগণ। আবাসনের তালিকা থেকে বহু সংখ্যক মানুষের নাম বাদ পড়াতেই অভিযোগ তুলেছে জনগণ।

আরো পড়ুন: সুগার ফ্রি ধান উৎপাদন করে তাক লাগলেন মুর্শিদাবাদের জব্বর শেখ

প্রথম থেকেই রাজ্যের গ্রামবাসীদের অভিযোগ এই যোজনায় তালিকাভুক্ত রয়েছে বহু অযোগ্য ব্যক্তি। বহু যোগ্য ব্যক্তিরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যা শুনে ডিসেম্বরে ২০ তারিখের মধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রথম দফার ব্যক্তিদের এই অর্থ দেওয়া হবে। যার জন্য ১৩ই ডিসেম্বরের মধ্যে জেলার নির্দেশকদের নির্দেশ দেওয়া হয়েছে সমীক্ষা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার। সাথে মাননীয়া ঘোষণা করেছেন এই সমীক্ষা যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে হয়। অর্থাৎ এই আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) থেকে যেন কোনো গরীব মানুষ বঞ্চিত না হয়।.আর সেই তালিকা প্রকাশেই চরম বিক্ষোভ শুরু হয়েছে জেলায় জেলায়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) সমীক্ষার চূড়ান্ত তালিকা প্রকাশের বাদ গিয়েছে বহু মানুষের নাম। সমীক্ষা শুরু হয়েছিল ১৬ লক্ষ ব্যক্তির তালিকা নিয়ে। আর সেই সমীক্ষা থেকেই বাদ গিয়েছে ৩.৫ লক্ষ ব্যক্তির নাম। বলা যায় প্রায় ২০% বাদ দেওয়া হয়েছে আবাস যোজনা তালিকা থেকে। মূলত নদীয়া, উত্তর ২৪ পরগনা, মালদা ও মুর্শিদাবাদ এই চারটি জেলা থেকেই সবচেয়ে বেশি ব্যক্তির নাম বাদ পড়েছে। আর সেই নাম তালিকা থেকে বাদ পড়াতেই ক্ষোভে ফেটে পড়েছে জনগণ। জনগণের দাবি, কেন বাদ পড়েছে এই নাম? তার কারণ বলতে হবে জেলা প্রশাসনকে। আর তার জন্যই আবার সেই আবেদনকারীদের সমীক্ষার নির্দেশ দিয়েছেন মাননীয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *