ICDS Staff: এবার বদলির পালা অঙ্গনওয়ারী কর্মীদের, আচমকাই এলো সরকারি নির্দেশ । এযেনো বিনা মেঘে বজ্রপাত। আচমকাই বদলির নির্দেশ দেওয়া হল আইসিডিএস কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল অঙ্গনওয়াড়ি কর্মীদের। তারা অভিযোগ করেছেন আগে থেকে কোনরকম সতর্কতা বা নোটিশ না দিয়েই হঠাৎ করেই সরাসরি বদলির নির্দেশ দেওয়া হয়েছে তাদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত রায়দিঘী বিধানসভার মধুপুর এক নম্বর ব্লকে। সেখানকার ১৩ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে একসাথে বদলির নির্দেশ দিয়েছে সরকার।
সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের (ICDS Staff) বদলির নির্দেশ দেওয়া হয়েছে মৌখিকভাবে। কোন লিখিত নোটিশ এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি। সিডিপিওর অফিস থেকে হঠাৎ করেই এই নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। এইভাবে আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎ করে মৌখিক নির্দেশ দেওয়ার কারণ কি? এই ঘটনার পিছনে কি কোন ভাবে শাসক দলের হাত রয়েছে? তাদের উচ্চপদস্থ নেতা মন্ত্রীরা কি ইন্ধন জোগাচ্ছে এইভাবে বদলি করার জন্য?উঠছে একাধিক প্রশ্ন।
এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মথুরাপুর এক নম্বর ব্লকের আইসিডিএস কর্মীরা (ICDS Staff)। তারা তাদের ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, আগের দিন পর্যন্ত কোনো রকম আভাস পর্যন্ত দেওয়া হয়নি। রাতারাতি সিডিপিও অফিস থেকে মৌখিক নির্দেশ এসেছে তাদের জন্য। তথ্য সূত্রে জানা গেছে, মথরাপুর এক নম্বর ব্লকের একাধিক আইসিডিএস কেন্দ্র থেকে মোট ১৩ জন কর্মীকে বদলির এই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: রাজ্যে পুজোয় রেকর্ড মদ বিক্রি, হিসেব শুনলে মাথায় হাত পড়তে বাধ্য
এই ঘটনার প্রতিবাদে সোচ্চার আইসিডিএস কর্মীরা (ICDS Staff)। প্রথমে তারা অভিযোগ জানিয়েছিল সিডিপিও এবং বিডিওর অফিসে। কেন তাদেরকে কোনরকম নোটিশ ছাড়াই আচমকা বদলির নির্দেশ দেওয়া হল? সে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল সেখানে। কিন্তু সেখান থেকে কোন প্রকার সদ উত্তর পাওয়া যায়নি। এরপর বাধ্য হয়ে তারা অন্যান্য আইসিডিএস কর্মীদের সহযোগিতায় সরাসরি অভিযোগ জানান মহকুমা শাসকের কাছে। ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষের কাছে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি তুলে স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
আইসিডিএস কর্মীরা (ICDS Staff) সরাসরি সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করলেও তারা এই অভিযোগ অস্বীকার করছেন। রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেছেন এরকম কোন অভিযোগের কথা তিনি জানেন না। তবে যদি ঘটনাটি ঘটে থাকে তাহলে তারা যেন সুবিচার পায় তেমনটাই প্রার্থনা করবেন সরকারের কাছে। মথুরাপুরের এসডিপিও ময়ূখ মিত্র জানিয়েছেন মৌখিক নির্দেশের কথাটা একেবারেই ভ্রান্ত। রীতিমত সরকারি নিয়ম মেনে লিখিতভাবেই বদলির নোটিশ দেওয়া হয়েছিল তাদের। সব দিক ভালো করে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্ত।