Trains Cancelled: ভারতীয় রেল হল দেশবাসীর যাতায়াতের অন্যতম ভরসার মাধ্যম। স্বল্প খরচে এবং অল্প সময়ে যেকোনো দূরত্ব অতিক্রম করা যায় ভারতীয় রেলের সাহায্যে। রেলের মতো আরামদায়ক এবং নিরাপদ যাত্রা সত্যিই আর দুটো হয় না। যে কোন স্তরের মানুষের কাছে রেলের যাত্রা সর্বদাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার যাত্রীদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য সর্বদাই নানা রকমের পদক্ষেপ নিয়ে থাকে ভারতীয় রেল। কিন্তু বর্তমানে রেল যাত্রীদের নানা রকমের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। ট্রেন বাতিল থেকে শুরু করে, দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা কিংবা দুর্ঘটনা সবকিছু মিলিয়েই বর্তমান পরিস্থিতি বেশ শোচনীয়।
রেলের শোচনীয় অবস্থা
যাত্রীদের এই ভোগান্তির অবসান ঘটাতে আদৌ কি ভারতীয় রেল কোন ব্যবস্থা নিয়েছে? নানারকম সমস্যার কারণে সম্প্রতি যাত্রীদের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। সাধারণ রেল যাত্রীরা একের পর এক সমস্যার কারণে বিরক্তি প্রকাশ করছে ভারতীয় রেলের উপর। এই ধরনের যন্ত্রণা থেকে আদৌ কি মুক্তি পাবে সাধারণ মানুষ? আজকের এই প্রতিবেদনে এইসব প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? রেলের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এক বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। বাংলায় চলাচল করে এমন বহু ট্রেনের সূচি বদল থেকে শুরু করে ট্রেন বাতিল করে দেওয়া (Trains Cancelled) হল। শুনে অবাক লাগলেও খবরটি একেবারে সত্যি। আপনিও যদি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেনের মাধ্যমে যাতায়াত করার কথা চিন্তা করেন তাহলে সময়সূচি সম্পর্কে সঠিক ধারণা রাখবেন। আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য একেবারে উপযুক্ত।
কেন ট্রেনের সময়সূচী বদল করল পূর্বরেল?
রেলের সূত্র মারফত জানা গেছে যে, বারহাওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-মালদা প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে। তবে নির্দিষ্ট গন্তব্যের দিকে কবে এই ট্রেনগুলো এগিয়ে যাবে সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কোন খবর দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। এই খবরে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে রেলের যাত্রীরা। কিভাবে এই সমস্যার সমাধান হবে সেটাই এখন সবথেকে বড় চিন্তার বিষয়।
আরও পড়ুন: ভেঙে ফেলা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২টি চিমনি, নেপথ্যে কোন কারণ?
সংক্ষিপ্ত করা হলো দুটো যাত্রাপথ
রেলের পক্ষ থেকে নেওয়া হল আরও একটি বড় সিদ্ধান্ত। দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই দুটি ট্রেন হল সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ভারওয়ারওয়া এবং বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই দুটি ট্রেনের যাত্রাপথ বল্লালপুরে সংক্ষিপ্ত করা হয়েছে বলে খবর।
ট্রেন বাতিল (Trains Cancelled) থেকে শুরু করে যাত্রাপথ পরিবর্তন
রেলের তরফে বাতিল (Trains Cancelled) করা হয়েছে দুটি ট্রেন। তালিকায় রয়েছে আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে মোট পাঁচটি ট্রেনের। তালিকায় থাকার সেই ট্রেনগুলো হল হাওড়া-মালদহ ইন্টারসিটি, কলকাতা-শিলচর স্পেশাল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস এবং বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস। রেল যাত্রীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হচ্ছে আরও একটি বিষয়ে, শুধুমাত্র এই কয়েকটি ট্রেন নয় পরিবর্তন হতে পারে আরো বহু ট্রেন।