Sleeping At Work: ঘুমের জন্য গেল চাকরি, মামলা করে আদায় করলেন ক্ষতিপূরণ। অফিসে কাজ করার সময় একটু ফাঁকা সময় হাতে পেলে, সেই সময়টা একটু রেস্ট নিয়ে নেওয়ার প্রবণতা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যেই। কাজের ফাঁকে ফাঁকা সময়ে অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়েছেন এমন ঘটনাও ঘটে বহুবার। এর জন্য কি শাস্তি হতে পারে? বসের বকুনি? কিন্তু কখনো কি শুনেছেন এই অপরাধে কারো চাকরি চলে গেছে? হ্যাঁ অবাক লাগলেও ঘটনাটা বাস্তবে ঘটেছে।
অত্যন্ত ক্লান্তির কারণে অসময় ঘুমিয়ে পড়াটা খুব স্বাভাবিক ঘটনা। এই ঘটনাকে কখনোই কোন গুরুতর অপরাধ বলে মনে করা যায় না। কিন্তু এই সামান্য কারণে এক তরুণের চাকরি চলে গেছে। শুধুমাত্র কাজের সময় ঘুমিয়ে পড়ার (Sleeping At Work) অপরাধে বরখাস্ত করা হয়েছে তাকে। সামান্য ভুলের কারণে দীর্ঘদিনের কর্ম জীবন মুহূর্তে শেষ হয়ে গেছে। বিষয়টা এখানেও শেষ হয়ে যেতে পারত। কিন্তু সেই তরুণ থেমে থাকেননি। আদালতে মামলা করে আদায় করেছেন ক্ষতিপূরণ।
ঘটনাটি ভারতের নয়। ঘটনাটি ঘটেছে চীনে। চীনের জিয়াংশু প্রদেশে ঘটেছে এই ঘটনা। সেই তরুণের নাম শাং। একটি রাসায়নিক প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন তিনি। দুই সপ্তাহ আগে কাজের ফাঁকে ঘুমিয়ে পড়েছিলেন (Sleeping At Work)। তার শাস্তি দেওয়া হয়েছে দু সপ্তাহ পর। সংস্থার পক্ষ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে ঘুমিয়ে পড়ার অপরাধে। যদিও তার পরিবর্তে সংস্থাকে দিতে হয়েছে মোটা অংকের ক্ষতিপূরণ।
আরো পড়ুন: আমেরিকায় অবাক কান্ড! নিলামে একটি কলার দাম উঠলো ৫২ কোটি টাকা
একটানা ২০ বছর ধরে কাজ করছিলেন একটি নির্দিষ্ট সংস্থায়। কিন্তু হঠাৎই করে ফেলেন একটা ছোট্ট ভুল। কাজের ফাঁকে ফাঁকা সময় ডেস্কে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিলেন (Sleeping At Work) তিনি। আর এই সামান্য ভুলের কারণে তাকে পেতে হয়েছে অনেক বড় শাস্তি। ঘটনাটি ঘটার দু সপ্তাহ পর এই অপরাধের জন্য বরখাস্ত করা হয়েছে তাকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সংস্থার নিয়ম লঙ্ঘন করেছেন তাই তাকে বরখাস্ত করা হচ্ছে।
বরখাস্ত হওয়ার পর সাথে সাথে আদালতের দ্বারস্থ হন সেই তরুণ। সংস্থার বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার রায়ও বেরিয়েছে তার পক্ষেই। আদালত জানিয়েছে, কাজের সময় ঘুমিয়ে পড়াটা এমন কোন বড় অপরাধ নয় যার ভিত্তিতে কাউকে বরখাস্ত করা যেতে পারে। তাই এই ঘটনা কখনোই আইন সম্মত হতে পারে না। উপরন্ত সংস্থাকে মোটা অংকের ক্ষতিপূরণ দিতে বলে আদালত। শাংকে ক্ষতিপূরণ বাবদ তিন লক্ষ পঞ্চাশ হাজার ইউয়ান দিয়েছে তার সংস্থা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ হল ৪০ লক্ষ ৭০ হাজার টাকা।