Sun Transit: পুজোর মরশুমে রাশি পরিবর্তন রাজগ্রহের! দারুন প্রাপ্তি ৪ রাশির

Sun Transit: কথায় আছে ভাগ্য + পরিশ্রম সমান ফল। অর্থাৎ শুধু পরিশ্রম করলেই হয় না তার সাথে গ্রহ নক্ষত্রের প্রভাবে জীবনে শুভ-অশুভ যোগ তৈরি হয়। জ্যোতিষ শাস্ত্র মতে প্রতি মাসেই গ্রহ তাদের রাশি পরিবর্তন করে। আর সেই সব গ্রহের মধ্যে বিশেষ গ্রহ হল সূর্য। যাকে গ্রহদের রাজা বলা হয়। যার প্রভাব প্রতিটি রাশির জীবনে প্রভাবিত হয়। কারোর ভালো তো কারোর মন্দ। তেমনি পুজোর আমেজে রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য গ্রহ (Sun Transit)। যার প্রভাবে সৌভাগ্যের দ্বার খুলবে ৪ রাশির। আসবে জীবনে নানান সুযোগ-সুবিধা। কোন ৪ রাশি? রয়েছে নাকি এই ৫-টির মধ্যে আপনার রাশি দেখে নিন তো।

জ্যোতিষ মতে, ২০২৪ সালের আগামী ১৭ই অক্টোবর বৃহস্পতিবার শুক্রের রাশি তুলায় গমন করবে সূর্য (Sun Transit)। সকাল ৭:৫২ মিনিটে সূর্য প্রবেশ করবে তুলা রাশিতে। আর সেই সময় থেকেই শুভ যোগ তৈরি হবে ৪ রাশির জীবনে। কারো কেরিয়ারে সাফল্য তো কারো ব্যবসা-বাণিজ্যে নয়া সুখবর। চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কোন রাশির জীবনে কি উন্নতি ঘটতে চলেছে।

বৃষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনে সর্বদিক থেকে ভালো ফল পেতে চলেছে বৃষ রাশির জাতক-জাতিকারা। বিশেষ করে কর্মজীবনে আসতে চলেছে দারুন উন্নতি। যেসব জাতক-জাতিকারা চাকরিতে প্রমোশনের অপেক্ষায় ছিলেন তাদের খুব শীঘ্রই সেই অপেক্ষার অবসান ঘটবে। জীবনে নতুন মানুষ আগমন করতে পারে এই সময়। নতুন ভাবে জীবন শুরু করার শুভ সময় রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। পাশাপাশি পরিবার নিয়ে আসন্ন সময়টি বেশ ভালই কাটবে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

আগামী ১৭ই অক্টোবর থেকে বিশাল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে। সূর্যের তুলা রাশিতে গমনে এই রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে বেশ লাভবান হতে চলেছে। ব্যবসাজীবীরা এই সময় নতুন ডিল করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে এই সময় সুখবর আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। পাশাপাশি এই সময় যে কোনো কাজই সফলভাবে সম্পন্ন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। এছাড়াও সন্তানদের থেকেও এই সময় খুশির খবর পাবেন এই রাশির ব্যক্তিরা।

তুলা রাশি

জ্যোতিষ মতে সূর্যের (Sun Transit) তুলা রাশিতে প্রবেশের ফলে আগামী দিনে তুলা রাশির জীবনে আসতে চলেছে বিরাট প্রভাব। ঘটবে দারুন দারুন সুখবর। যা পরিকল্পনার বাইরে। বিশেষ করে এই রাশির জাতক-জাতিকাদের এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। পাশাপাশি কাজের জায়গায় যে কোনো কাজেই পূর্ণ সমর্থন মিলবে সিনিয়রদের থেকে। বসের কাছ থেকে প্রশংসা লাভ করবেন এই রাশির ব্যক্তিরা। প্রেমের যোগ আসতে পারে। আবার দাম্পত্য জীবনেও এই সময় বেশ সুখে কাটবে এই রাশির ব্যক্তিদের জীবন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে সূর্যের রাশি পরিবর্তনে। বিশেষ করে এই সময় আয় উন্নতির যোগ তৈরি হবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা কাজের খোঁজে রয়েছে তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। এছাড়াও এই সময় পরিবারের সাথে ভালো সময় কাটানোর যোগ তৈরি হবে এই রাশির ব্যক্তিদের। ধন-সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে এই সময়। ফলস্বরূপ আগামী ১৭ই অক্টোবর থেকে দারুন সুযোগ আসতে চলেছে কন্যা রাশির ব্যক্তিদের জীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *