Sunidhi Chauhan Concert: কলকাতায় আসছেন সুনিধি চৌহান, কবে কোথায় কিভাবে পাবেন টিকিট

Sunidhi Chauhan Concert: ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের নাম শোনেননি এমন ভারতীয় বোধ হয় অনেক কম। গলার সুরের মাধুর্যে বলিউড কাঁপানো এই গায়িকা এবার আসছেন কলকাতায়। জানা যাচ্ছে নিজের প্রযোজনায় তৈরি I Am Home নিয়ে এবার কলকাতা সফরে আসছেন এই গায়িকা। খবর শোনা মাত্রই কলকাতায় সুনিধি চৌহানের ভক্ত মহলে শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যেই সঙ্গীতে আকৃষ্ট শহরবাসী মানুষ আরও বেশি উৎসাহিত হয়ে রয়েছেন।

এই খবর অনেকের মনেই প্রশ্নের জন্ম দিচ্ছে যে কবে, কোথায় এবং কিভাবে দেখা মিলবে সুনিধি চৌহানের। জানা যাচ্ছে ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখে বিশ্ব বাংলা মেলার মাঠে সন্ধ্যে ৭টার সময় শো শুরু করবেন সুনিধি (Sunidhi Chauhan Concert)। ইভেন্টটি সামনে থেকে দেখতে চাইলে Insider.in থেকে উক্ত কনসার্টের টিকিট কাটা হবে।

তবে শুধু সুনিধি চৌহান নন, সঙ্গে আসর জমাতে থাকবেন তমান্না ভাটিয়াও। দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীও আসছেন কলকাতায়। আর সেই জন্যই কলকাতা শহর জুড়ে ছেয়ে গিয়েছে ভারতীয় বর্তমান গানের জগতের এই উজ্জ্বল নক্ষত্র সুনিধি চৌহানের শো-এর (Sunidhi Chauhan Concert) পোস্টারে। ফলে শহরের মানুষের আগ্রহ এবং উৎসাহের শেষ নেই এখন। আগামী ২৪শে ডিসেম্বর শো হওয়ার দরুন বোঝাই যাচ্ছে এবার ক্রিসমাস জমে যেতে চলেছে কলকাতায়।

আরো পড়ুন: পুষ্পা টু এর সাফল্যে জয়জয়কার, পিছনে রয়েছে বাঁকুড়ার অবদান

উত্তেজনার পারদ আকাশ ছোয়া, তাই চাইলে অনলাইনেই এখনো বুক করে নেওয়া যেতে পারে ক্রিসমাসের আগের রাতের সুনিধি চৌহানের কনসার্টের (Sunidhi Chauhan Concert) টিকিট। নব্বই দশকের থেকে শুরু করে বলিউডে এখনও চমক দিয়ে আসছেন তিনি। তাই কলকাতার এই কনসার্টে পপ থেকে শুরু করে রিদমিক গান মোটামুটি সব স্বাদের গান শোনা যাবে এই কনসার্টে। ধুম মাচা লে, ক্রেজি কিয়া রে, দেশী গার্ল, কমলি সহ একাধিক কোমর দোলানো গানে গলা দিয়েছেন তিনি।

ব্রায়ান অ্যাডামস, বি প্রাক, দিলজিৎ দোসাঞ্জের পর এবার মহানগরী সুনিধি চৌহানকে স্বাগত জানাতে প্রস্তুত। খুশি বাংলার সঙ্গীত প্রেমীরা, তবে সঙ্গে অভিনেত্রী তমান্নার উপস্থিতি হয়েছে উপরি পাওনা। তবে কলকাতাতেই প্রথম নয়, নিজের I Am Home নিয়ে ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করছেন সুনিধি চৌহান। ফলে নবান্ন খেলার মাঠ জমে ওঠা এখন খালি সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *