Sunny Leone: আবারো বিয়ের সাজে সানি লিওন, সঙ্গে রয়েছে তিন সন্তানও

Sunny Leone: আবারো বিয়ের সাজে সানি লিওন, সঙ্গে রয়েছে তিন সন্তানও। নীল ছবির একসময়কার রানী সানি লিওন। যুব সমাজ এক ডাকেই তাকে চেনে। কিন্তু তার জীবনটা খুব একটা সোজা পথে এগোয়িনি। কানাডায় একের পর এক নীল ছবির নায়িকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু তার ব্যক্তিগত জীবনে চলেছে একাধিক ঝড়। প্রেমে আঘাত থেকে শুরু করে নানা রকম ওঠা পড়ার মধ্যে দিয়ে এগিয়েছে তার জীবন। এরপর তার জীবনে আসে ড্যানিয়েল ওয়েবার। তারপরে একটু একটু করে পাল্টাতে শুরু করে সানি লিওনির জীবন।

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সানি লিওন (Sunny Leone)। দেখতে দেখতে কেটে গেছে ১৩ টা বছর। সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। ছেড়ে দিয়েছেন নীল ছবির কাজও। বর্তমানে তিন সন্তান ও স্বামী ড্যানিয়েলকে নিয়ে সুখে সংসার করছেন সানি লিওন। আমেরিকার পাট যুগে স্থায়ী বাসস্থান হিসেবে বেছে নিয়েছেন ভারতকে।

১৩ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আবারো গাট ছাড়া বাধলেন সানি লিওন (Sunny Leone) ও ড্যানিয়েল ওয়েবার তিন সন্তানকে পাশে নিয়ে আবারো শপথ গ্রহণ করলেন একসাথে চলার। মালদ্বীপের নীল জলরাশিকে সাক্ষী রেখে ঘটে গেল এই ঘটনা। সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র তাদের তিন সন্তান। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে সানি এবং ড্যানিয়েল উভয়ই সাদা পোশাক পরে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। সানির হাতে রয়েছে ফুল। সন্তানদের সাথেও ছবি তুলতে দেখা গেছে দম্পতিকে। তথ্যসূত্রে, জানা গেছে এদিন নাকি সানিকে হিরের আংটি উপহার দিয়েছেন ড্যানিয়েল।

আরো পড়ুন: মন্নতে জনজোয়ার, শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভক্তরা

সানি লিওন (Sunny Leone) তার বিবাহ বার্ষিকীর এই ছবি পোস্ট করে লিখেছেন প্রথমবার ভগবান ও পরিবারের সবার সামনে বিয়ে করেছিলেন। কিন্তু তখন নেওয়া শপথগুলোর তাৎপর্য তেমনভাবে বুঝতে পারেননি। আজ এত বছর সংসার করার পর, সমস্ত কষ্ট সহ্য করার পর জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পেরেছেন তারা। তাই আবারো শুধুমাত্র তারা বিয়ে করলেন। সাক্ষী রইল শুধু তাদের তিন সন্তান। আগেও ড্যানিয়েল ছিল সানির একমাত্র ভালোবাসা আজও তাই আছেন এবং ভবিষ্যতেও তাই থাকবেন।

অনেকদিন ধরেই পুনর্বার বিবাহের পরিকল্পনা করেছিলেন এই দম্পতি। কিন্তু সন্তানদের বিষয়টির তাৎপর্য বোঝানোর জন্য তাদের বড় হওয়ার অপেক্ষা করছিলেন। সব দিক বিবেচনা করে এই বছর দিওয়ালির ছুটিকেই বেছে নিয়েছেন তাদের পুন:বিবাহের দিন হিসেবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে সানি লিওন (Sunny Leone) ও ড্যানিয়েল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে একটি কন্যা সন্তানকে দত্তক নেন তারা। তার বর্তমান নাম নিশা কৌর ওয়েবার। সেই সময় শিশুটির বয়স ছিল ২১ মাস। এর পরের বছরই স্যারোগ্যাসির মাধ্যমে জমজ পুত্র সন্তানের জন্ম দেন সানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *