Civic Volunteers: টলমল অবস্থায় সিভিক ভলান্টিয়াররা! নিয়োগ সম্পর্কে রাজ্যের কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের

আরজিকর কান্ড নিয়ে সর্বত্রই চলছে ধুন্ধুমার কান্ড। সঠিক বিচারের আশায় চারিদিকেই চলছে রাত দখল, আন্দোলন। অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে চলছে মামলার তদন্ত। আর এই তদন্তেই সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে কোর্টে। নির্যাতিতা চিকিৎসকের মা-বাবার তরফে থাকা আইনজীবী এই প্রশ্ন তুলেছেন কোর্টে। আর প্রশ্ন উঠতেই রাজ্যের কাছে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সম্পর্কিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত গত মঙ্গলবার নির্যাতিতা চিকিৎসকের মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর এই দিনেই অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে প্রশ্ন তোলেন তিলোত্তমার তরফে থাকা আইনজীবী। কোর্ট-এর কাছে তিনি প্রশ্ন করেন অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers)। কিন্তু এই নিয়োগের আগে গার্হস্থ্য হিংসার অভিযোগে অভিযুক্ত রয়েছে সঞ্জয় রায়। এরপরেও কোনো কিছু খতিয়ে না দেখে কিভাবে নিঃসন্দেহে নিয়োগ করা হলো সঞ্জয় রায়কে? এছাড়াও অভিযুক্ত সঞ্জয় রায়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি কলকাতা পুলিশের মোটরসাইকেল, যা জানিয়েছেন জুনিয়ার ডাক্তারদের আইনজীবী। এইসব প্রশ্ন উঠতেই আইনজীবী ফিরোজ এদুলজি বলেন, সিভিক ভলান্টিয়াররা পশ্চিমবঙ্গের থানা পরিচালনা করছেন।

এসব তথ্য উঠে আসতেই রাজ্যের আইনজীবীকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। প্রশ্ন করা হয় সিভিক ভলান্টিয়ারদের কোন আইনে নিয়োগ করা হয়েছে? উত্তরে আইনজীবী জানান ২০১১ সালের একটি নির্দেশিকার মাধ্যমে। যে নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা চলছে বলে জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম।

আরো পড়ুন: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে বিস্ফোরক প্রশ্ন সুপ্রিম কোর্টের, রাজ্যের ভূমিকা নিয়ে উঠছে নানা অভিযোগ

মামলার কথা শুনেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সন্দেহ জাগে প্রধান বিচারপতির মনে। আর এই সন্দেহে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সম্পর্কিত তথ্য চেয়ে রাজ্যকে হলপনামা তলপ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যেখানে তিনি ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া, নিয়োগের যোগ্যতা মান, কোন বৈধ অধিকারের নিয়োগ করা হয়, কি কি খতিয়ে দেখা হয়, কোন কোন প্রতিষ্ঠানে ডিউটি দেওয়া হয়, তাদের বেতন কত দেওয়া হয় প্রভৃতি বিস্তারিত তথ্য হলপনামায় রাজ্য সরকারকে উল্লেখ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

মূলত সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) নিয়োগে রাজনৈতিক ক্ষমতার কোনো ব্যবহার আছে কিনা তা দেখতেই রাজ্য সরকারকে এই নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে যদি সেরকম কোনো তথ্য পাওয়া যায় বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *