Driving Licence: ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, সুখবর ছোট গাড়ির চালকদের জন্য

Driving Licence: আজকাল বেপরোয়া যানবাহন চলাচলের ফলে পথ দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। সামনেই শীতকাল। এই সময় কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটা প্রত্যেকবারের ঘটনা হয়ে আসছে। তাই পথ ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এখনও পর্যন্ত একাধিক নিয়ম আনা হয়েছে। এবার ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। এর ফলে উপকৃত হতে চলেছে ছোট গাড়ির চালকরা।

যেকোনো মোটর চালিত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব অপরিসীম। তাই ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) ছাড়া গাড়ি চালালে মোটা টাকা ক্ষতিপূরণ সহ তিন মাসের জেল হেফাজতে থাকার মতো শাস্তিও ধার্য করা রয়েছে। আর এবার ছোট গাড়ির চালকদের জন্য মাননীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে শীতের শুরুতেই দেওয়া হলো সুখবর। জানা যাচ্ছে এবার থেকে কোনরকম আপগ্রেডেশন ছাড়াই ছোট গাড়ির লাইসেন্স (Driving Licence) যুক্ত চালকরা ছোট পণ্যবাহী বা যাত্রীবাহী ভাড়ার গাড়ি চালানোর সম্মতি পারবেন।

LVM অর্থাৎ ছোট এবং হালকা মোটর যান চালানোর লাইসেন্সপ্রাপ্ত (Driving Licence) চালকরা এবার থেকে ছোট পণ্যবাহী এবং যাত্রীবাহী ভাড়ার গাড়িও চালাতে পারবেন। তবে এক্ষেত্রে গাড়ির ওজন বেঁধে দেওয়া হয়েছে। LVM লাইসেন্স প্রাপ্ত চালকরা সর্বাধিক ৭৫০০ কেজি ওজনের পণ্যবাহী গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ গাড়ির ওজন এবং পণ্যের ওজন সহ ৭৫০০ কেজি ওজন বহন করতে পারবেন। তবে ওজন এর থেকে বেশী হলে হেভিওয়েট ভেহিকেল চালানোর লাইসেন্স নিতে হবে।

আরো পড়ুন: দেবমূর্তি থেকে পড়ছে চরণামৃত, পান করার পর যা হলো

এই বিষয়ে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করেন। এই বিষয়ে তাঁরা জানান যে পথ দুর্ঘটনা এখন গোটা বিশ্বের একটি গুরুতর সমস্যা। সেখানে ভারতের মাটিতেই প্রতি বছর ১ লক্ষ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়।

তবে কখনো এই সব দুর্ঘটনার জন্য LVM লাইসেন্সধারী (Driving Licence) চালকদের দোষ প্রমাণ হয়নি। অন্যদিকে মালবাহী যানবাহন চালানোর জন্য বিশেষ যোগ্যতার পরীক্ষা দিতে হয় সেই সমস্ত যানবাহনের ক্ষেত্রে যেগুলিতে ৭৫০০ কেজির বেশি ওজন থাকে। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট এই একই রায় দেন সম্প্রতি আবার সেই একই সিদ্ধান্ততেই সম্মতি দিল ভারতের শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *