২০২৫এর আইফা অ্যাওয়ার্ডে চমকপদ তালিকা, সেরা অভিনেতা-অভিনেত্রীর জয় ঘিরে বিতর্ক নেটপাড়ায়

পুজো-পার্বণ বিভিন্ন উৎসবেই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেমনি রুপোলী পর্দার বিভিন্ন চ্যানেলগুলিতেও সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ সহ সেইসব ছবিতে অভিনয় করা নায়ক-নায়িকা, পরিচালক সবাইকে নিয়েই বাৎসরিক অনুষ্ঠান করা হয়। তেমনি ২০২৫ -এ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইফা অ্যাওয়ার্ড। আর সেই ২০২৫ -এর আইফা অ্যাওয়ার্ডে ঘটেছে একাধিক কান্ড। তবে পুরস্কার তালিকা নিয়ে জোড় শোরগোল উঠেছে নেটদুনিয়ায়। কিন্তু কেন? কাদের নিয়ে এই আলোচনা?

প্রতিবছরের ন্যায় চলতি বছর অর্থাৎ ২০২৫ -এর ২৫তম বাৎসরিক আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে জয়পুরে। প্রায় ২দিন ধরে চলেছে এই বাৎসরিক পুরস্কার অনুষ্ঠান। যেখানে ২দিন ধরে চাঁদের হাট বসেছিল তারকাদের নিয়ে। পরিলক্ষিত হয়েছে নাচ, গান, তামাশা সমস্ত কিছু নিয়ে নানান কান্ড। অনেক বছর পর ২০২৫ -এর আইফা অ্যাওয়ার্ডে নাচতে দেখা গেল মাধুরী-শাহরুখকে। আবার কখনো আইফা অ্যাওয়ার্ড মঞ্চে শাহিদ-করিনার পুনর্মিলন নিয়ে চলছিল তুমুল আলোচনা। তবে এইসবের থেকেও নেটমহলে বিশেষ আলোচনা উঠেছে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত সেরা নায়ক-নায়িকাকে নিয়ে। প্রশ্ন উঠেছে তারা কি আদৌ অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য? কাদের সম্পর্কে এমন মন্তব্য?

২০২৫ -এর আইফা অ্যাওয়ার্ডে নানা নাচ, গান অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে সেরাদের পুরস্কারের তালিকা। সেরা ওয়েব সিরিজ, সিনেমা থেকে শুরু করে সেরা নায়ক-নায়িকাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। আর সেখানেই একাধিক অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘লাপাতা লেডিজ’ নায়িকা নীতাংশী গোয়েল। সেরা সিনেমা হিসেবেও বাজিমাত করেছে ‘লাপাতা লেডিজ’। অন্যদিকে সেরা নায়কের পুরস্কার অর্জন করে বিতর্কিত হচ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান। প্রশ্ন উঠেছে এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রয়েছে কি তাঁর? চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৫ -এর আইফা অ্যাওয়ার্ড পুরস্কারের তালিকা

আরও পড়ুন: রণবীর এবং সময়ের সম্পর্কে এ কোন কথা বললেন বর্ষীয়ান অভিনেতা শেখর সুমন?

সেরা ছবিঃ- লাপাতা লেডিজ।
সেরা গল্প (অ্যাডাপ্টেড):- শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)।
সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরিঃ- লাপাতা লেডিজ।
সেরা সংগীত পরিচালকঃ- রাম শপথ (লাপাতা লেডিজ)।
সেরা পরিচালকঃ- কিরণ রাও (লাপাতা লেডিজ)।
সেরা পরিচালক (ডেবিউ):- কুনাল খেঁমু (মাদগাঁও এক্সপ্রেস)।
সেরা গায়কঃ- জুবিন নাতিয়াল (দুয়া – আর্টিকেল ৩৭০)।
সেরা গীতিকারঃ- প্রশান্ত পান্ডে (লাপাতা লেডিজ)।
সেরা গায়িকাঃ- শ্রেয়া ঘোষাল (ভুলভুলাইয়া ৩)।
সেরা চিত্রায়নঃ- স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)।
সেরা সংলাপঃ- অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০)।
সেরা সিনেমাটোগ্রাফিঃ- রাফে মোহাম্মদ (কিল)।
সেরা কোরিওগ্রাফিঃ-
বসকো সিজার (তবা তবা – ব্যাড নিউজ)।
সেরা সম্পাদকঃ- জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)।

সেরা অভিনেতা (ডেবিউ):- লক্ষ্য লালওয়ানি (কিল)।
সেরা অভিনেত্রী (ডেবিউ):- প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)।
সেরা অভিনেতাঃ- কার্তিক আরিয়ান (ভুলভুলাইয়া ৩)।
সেরা অভিনেত্রীঃ- নীতাংশী গোয়েল (লাপাতা লেডিজ)।
সেরা সহযোগী অভিনেতাঃ- রবি কিষান (লাপাতা লেডিজ)।
সেরা সহযোগী অভিনেত্রীঃ- জানকি বাড়িওয়ালা (শয়তান)
সেরা খলনায়কঃ- রাঘব জুয়েল (কিল)।
সেরা সাউন্ড ডিজাইনঃ- সুভাষ সাহু, বলয় কুমার দলুই, রাহুল কারপে (কিল)।
সেরা স্পেশাল এফেক্টসঃ- রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)।
আউটস্টান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমাঃ- রাকেশ রোশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *