পূর্ব মেদিনীপুরে কাজের সুযোগ। বিশেষ করে যেসব চাকরি প্রার্থীদের ব্যাঙ্কিং সেক্টরে কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করার জন্য আগ্রহী তাদের জন্য আজ বিরাট খবর। তমলুকের ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আজকের আবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
সংস্থার নাম:
ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক
পদের ধরন:
বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে গ্রেড ৪ পদে সরকারি কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থাটি।
আবেদনের মাধ্যম:
অফলাইন
শূন্যপদ:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বমোট ৪১ টি শূন্যপদে নিয়োগ হবে।
পদের নাম:
সাব স্টাফ
নিয়োগের ধরন:
নির্বাচিত প্রার্থীদের প্রথম দুই বছরের জন্য অস্থায়ী নিয়োগ দেওয়া হবে এরপর এক বছর প্রবেশনে থাকার পর কাজের উপর নির্ভর সংশ্লিষ্ট পদের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
বেতন:
এই সরকারি ব্যাংকের কর্মী হিসেবে নিযুক্ত হলে মাসে ১৮,৬০০ থেকে ৩৮,৬০০ টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
উপরোক্ত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: নতুন বছরে নতুন রূপে টিসিএস, ক্যাম্পেনিংয়ের মাধ্যমে হবে নিয়োগ, থাকছে প্রোমোশনের সুযোগও
শিক্ষাগত যোগ্যতা:
পশ্চিমবঙ্গের এই সরকারি চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের সরকারের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া বাংলায় লেখা, পড়া ও কথপোকথনের দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন পত্র পূরন করে সমস্ত নথি সহযোগে আবেদন করতে হবে।
আবেদন ফি:
উপরোক্ত পদের আবেদন করার জন্য সংরক্ষিত প্রার্থীদের ১৫০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ২৫০ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
পশ্চিমবঙ্গ সরকারের এই ব্যাঙ্কের কর্মী নিয়োগের জন্য আগামী ২১শে জানুয়ারী পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের মধ্যে থেকে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।