Taslima Nasrin: ভারতের ভিসা পেতে কাতর আর্জি তসলিমার! কি বলেন অমিত শাহকে?

Taslima Nasrin: ভারতে আসার তিন মাস মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশের অন্যতম বিতর্কের চর্চায় থাকা লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin) বর্তমানে ভারতে রয়েছেন টুরিস্ট ভিসাতে। যদিও ইতিমধ্যেই শেষ হয়েছে ভিসার মেয়াদ। তাই যেকোনো মুহূর্তে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁর বিতাড়িত হওয়ার আদেশ আসতে পারে। যদিও গোপনীয়তা রক্ষা না করেই বারবার এই ভয়ের কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি।

মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই বিষয়টি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে ফোনে এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন তসলিমা (Taslima Nasrin)। তবে উল্টো দিক থেকে কোনো সদুত্তর পাননি বলেই জানিয়েছেন। তবে এবার এই সমস্যার সমাধানে নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে সরাসরি অমিত সাহের কাছে আবেদন জানালেন তসলিমা।

বাংলাদেশী এই লেখিকা (Taslima Nasrin) দেশ ছেড়ে ভারতে এসেছেন অনেক আগেই। ভারতে থাকার ভিসা শেষ হয়েছে গত ২২শে জুলাই। তাই দুশ্চিন্তায় থাকা তসলিমা অমিত শাহের উদ্দেশ্যে এক্সে নমস্কার জানিয়ে লেখেন তিনি ভারতে থাকেন কারণ তিনি ভারতকে ভালবাসেন। এভাবেই গত ২০ বছর ধরে ভারত আমার দ্বিতীয় বাড়ি হয়ে রয়েছে। ভারতকে মহান হিসেবে আখ্যা দিয়েছেন এই লেখিকা। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রক তার থাকার ভিসার সময় বাড়ানো নিশ্চিত করছেন না তাই তিনি অমিত শাহের কাছে সরাসরি আবেদন করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো পড়ুন: আবারো ভূস্বর্গে সন্ত্রাসী, পাকিস্তানকে সতর্ক করল ভারত

১৯৯৪ সাল থেকে দেশ থেকে বিতাড়িত হয়ে বর্তমানে দিল্লিতে বাস করছেন এই লেখিকা (Taslima Nasrin)! মূলত বাংলাদেশে থাকাকালীন ইসলাম বিরুদ্ধ লেখালিখির জন্য ফতোয়া জারি হয় তার বিরুদ্ধে। এরপর ইউরোপ আমেরিকায় বেশি সময় কাটানোর পর এখন ভারতে বাস করছেন তিনি। ২০০৪ সালের গোড়া থেকে প্রায় তিন বছর পশ্চিমবঙ্গেই বাস করতেন এই বাঙালি লেখিকা। এরপর হুমকির মুখে পড়ে কলকাতা ছাড়েন তিনি। পরে জানান বুদ্ধদেব ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তাঁকে বহিষ্কার করেন।

এরপর জয়পুর এবং পরে দিল্লিতে বাস শুরু করেন তিনি। রেসিডেন্ট পারমিট দীর্ঘ বছর ধরে বাড়ানো হলেও বর্তমানের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য তা আটকে রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে তাঁর আর কোনো যোগ নেই বলে দাবি করছেন লেখিকা। তিনি সুইডেনের নাগরিক হিসেবে ভারতে থাকেন তিনি। এর আগে ২০১৭ সালে একবার এই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তসলিমা (Taslima Nasrin)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *