Starbucks: ভারতের অন্যতম পছন্দের এবং অভিজাত ক্যাফে সংস্থার নাম হলো স্টারবাকস। বিদেশী এই কফি চেইনের প্রায় ৪০০টির বেশী ব্রাঞ্চ রয়েছে গোটা ভারত জুড়ে। তবে এবার কি ভারত থেকে ব্যবসা গোটাতে চলেছে সংস্থাটি? সম্প্রতি এই নিয়ে শুরু হয়েছে বিরাট জল্পনা। প্রিয় এই কফি ব্র্যান্ডের ব্যবসা গুটিয়ে নেয়ার ঘটনায় শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। এদিন এই বিষয়ে স্পষ্ট উত্তর জানান দিল টাটা (TATA)।
বিদেশি সংস্থা এই স্টারবাকস (Starbucks) ভারতে একক ভাবে ব্যবসা শুরু করতে পারেনি। ৫০:৫০ ভাবে ব্যবসায় যোগ রয়েছে অন্যতম বৃহৎ ভারতীয় সংস্থা টাটার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের। এদিন স্টারবাকসের ভারত ছাড়ার (Starbucks) প্রসঙ্গে টাটার তরফে জানানো হয় এই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।
গত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত স্টারবাকস (Starbucks) সংস্থাটির ভারতের মোট ৭০টি শহরে ৪৫৭টি আউটলেট রয়েছে। সংস্থাটি জানায় আগামী ২০২৮ অর্থবর্ষের মধ্যে ভারতে ১০০০টির বেশি আউটলেট খোলার লক্ষ্য রয়েছে। ২০২৪ সালের অর্থবর্ষেও আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ। এর রেভিনিউ রয়েছে প্রায় ১২১৮.০৬ কোটি। যেহেতু ব্যবসার সম্প্রসারণ চলছে তাই সাময়িক লসের মুখে রয়েছে সংস্থাটি। সাথে বেড়েছে প্রোমোশনের খরচও।
আরো পড়ুন: জিওর নিউ ইয়ার ওয়েলকাম প্যাক, থাকছে বিশাল সুযোগ সুবিধা
গত মাসেই TCPL-এর আধিকারিক সুনীল ডিসুজা জানান তাঁদের লক্ষ্য ভারতে স্টারবাকসের ক্যাফে আউটলেটের সংখ্যা বাড়ানো। এই মুহূর্তে স্টোরের লাভের অঙ্ক বাড়ানো তাঁদের একমাত্র লক্ষ্য নয়। চলতি বছরের নভেম্বরের শেষেই সুনীল ডিসুজা জানান স্টারবাকস নিয়ে তাঁদের ধারণা খুব স্পষ্ট। স্টোর প্রফিটিবিলিটি এখন তাঁদের একমাত্র লক্ষ্য নয়। স্টারবাকস ব্যবসা বাড়াতে পারলে তবেই লাভ ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী সংস্থাটি। ফলে স্টারবাকস যে ভারত ছাড়ছে (Starbucks) এই জল্পনা ভিত্তিহীন।
সম্প্রতি কিছু রিপোর্টে বলা হচ্ছিল যে আমেরিকান এই কফি চেইন সংস্থা স্টারবাকস ভারত থেকে ব্যবসা তুলে নিতে (Starbucks) চলেছে। জানা যাচ্ছিল অপারেটিং কস্ট, ক্ষতি এবং আরও কিছু কারণে ব্যবসা গোটাতে চলেছে সংস্থাটি। তবে টাটার তরফে পরিষ্কার এই তথ্যটি উড়িয়ে দেওয়া হয়েছে। ২০১২ থেকে যৌথ ব্যবসা করছে স্টারবাকস এবং টাটা সংস্থাটি। প্রথম ভারতের মুম্বইতে এলফিনটন বিল্ডিংয়ে আউটলেট খোলে সংস্থাটি। আর সেখান থেকেই শুরু হয় পথচলা।