Tata Group Scholarship: উচ্চশিক্ষার পথে অর্থনৈতিক সমস্যা যাতে কোনো ভাবেই বাধা সৃষ্টি না করতে পারে তার জন্য কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার সহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান থেকেও পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করে। এরকমই একটি স্কলারশিপ হলো টাটা স্টিল ডাউন স্ট্রিম প্রোডাক্টস লিমিটেড সিলভার জুবিলী স্কলারশিপ পোগ্রাম। যার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বার্ষিক ৫০০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হয়।
বিশেষত গরীব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।মূলত টেকনিক্যাল কাজের কোর্সে উচ্চশিক্ষার জন্য ভর্তি হলে টাটা স্টিলের (Tata Group Scholarship) তরফে ৫০০০০ টাকার বৃত্তি পাওয়া যাবে।
যোগ্যতার মানদণ্ড:
- আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই জামশেদপুর, কলিঙ্গনগর, পান্তনগর, ফরিদাবাদ, চেন্নাই, পুনে বা কলকাতার বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ITI বা ফিটার, ইলেকট্রিক্যাল বা ওয়েল্ডার ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে। এছাড়া কলেজটিকে অবশ্যই সরকারি স্বীকৃতি প্রাপ্ত হতে হবে।
- আবেদনকারীর মাধ্যমিকে নূন্যতম ৫০% নাম্বার থাকা বাধ্যতামূলক।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
- আবেদনকারী প্রতিবন্ধী, ST, SC বা খেলাধুলায় আগ্রহী থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরো পড়ুন: শিশুর উন্নতি মান জানতে চান, শিক্ষক অভিভাবক সাক্ষাৎকারে করুন এই পাঁচ প্রশ্ন
আবেদন পদ্ধতি:
- প্রথমে TSDPL Silvar Jubilee (Tata Group Scholarship) স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এর পরের পেজে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর স্ক্রিনে ভেসে ওঠা আবেদনপত্রটি পূরন করে প্রয়োজনীয় নথি সহ সাবমিট করে দিতে হবে।
উল্লেখিত স্কলারশিপে (Tata Group Scholarship) প্রয়োজনীয় নথি:
- দশম শ্রেণীর রেশম
- যেকোনো বৈধ ভারতীয় পরিচয় পত্র
- কোর্সে ভর্তির প্রমাণ।
- পরিবারের আয়ের প্রমাণ পত্র
- ব্যাংকের তথ্য
- কালার পাসপোর্ট সাইজ ছবি