TATA Nano New Version: বাজারে ফিরতে চলেছে টাটা ন্যানো! উন্নত ডিজাইন এবং সুগঠিত নিরাপত্তার বৈশিষ্ট্য নিয়ে ইলেকট্রিক ভেহিকেল বা বিদ্যুৎ চালিত গাড়ি হিসেবে সামনে আসতে চলেছে ন্যানো। যা একবার চার্জে ২০০ কিলোমিটার রাস্তা চলতে পারার ক্ষমতা নিয়ে আসছে এই গাড়ি যা এক কথায় সাশ্রয়ীও। জানা যাচ্ছে টাটা মোটরস আবারও তাদের জনপ্রিয় মডেল ন্যানো গাড়িটিকে নতুন ভাবে বাজারে আনতে চলেছে। তবে এবার এটি আসছে EV মডেলে।
জানা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরেই লঞ্চ হতে চলেছে এই গাড়িটি। এর মূল্য শুরু হচ্ছে ২ লক্ষ ৫০ হাজারের একটি প্রাথমিক মূল্যে। অত্যাধুনিক ডিজাইন, প্রযুক্তি ও নিরাপত্তাকে প্রথম গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মদের ব্যবহার করার জন্য যথোপযুক্ত ভাবে বানানো হয়েছে গাড়িটি। ২০০৮ সালে বাজারে টাটা ন্যানো প্রথম প্রকাশ পেলে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে জনপ্রিয়তা পেলেও প্রত্যাশিত সাফল্য আসেনি বাজারগত সমস্যার কারণে। তবে এবারের নতুন মডেলটিতে পুরানো ভুল ত্রুটিগুলো সুধরে নতুন রূপে আসতে চলেছে টাটা ন্যানো (TATA Nano New Version)।
প্রাথমিক যে ন্যানো ভারতের বাজারে আসে তা ভারতের সাধারণ পরিবারগুলোকে সস্তায় এবং নিরাপদে ফোর হুইলারের স্বপ্নপূরণে সাহায্য করত। তবে পরে বাজারে এই মডেলটি নিজের চাহিদা ধরে রাখতে না পারায় আশানুরূপ ফল আসেনি। তবে এর কামব্যাক মডেলটি (TATA Nano New Version) নতুন প্রজন্মকে বিশেষ ভাবে আকৃষ্ট করবে বলেই অনুমান করছে সংস্থাটি। ইলেকট্রিক গাড়ির বাজারের চাহিদা ধরতে আসছে গাড়িটি।
আরো পড়ুন: ইসরোর নতুন মাইলফলক পার, মহাকাশে পৌঁছালো জিস্যাট ২০
নতুন এই বৈদ্যুতিন টাটা ন্যানোতে (TATA Nano New Version) ব্যবহার করা হয়েছে আধুনিক ইলেকট্রিক পাওয়ার যা শহরের মানুষের অন্যতম পছন্দ হয়ে উঠতে সাহায্য করে। ন্যানোর প্রথম মডেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল ফলে এই নতুন মডেলটিতে এই সমস্যা সমাধান করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাশ্রয়ী এবং উন্নত যন্ত্রাংশ ও ফেসিলিটির হিসেবে বেশ জনপ্রিয়তা পেতে পারে এই সংস্করণটি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই নতুন ন্যানো (TATA Nano New Version) টাটা সংস্থার একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অত্যাধুনিক ডিজাইন, স্বল্প মূল্য এবং বিশেষ বৈশিষ্ট্য একে ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অর্থাৎ যদি টাটা মোটরস তাদের ন্যানো গাড়ির প্রথম সংস্করণের সব ভুল শুধরে নিতে পারে তবে এটি নিঃসন্দেহে গাড়ির বাজারে ঝড় তুলতে পারে।