TSDPL Silver Jubilee Scholarship: সিলভার জুবলি স্কলারশিপ চালু করতে চলেছে টাটা স্টিল, বার্ষিক বৃত্তি ৫০ হাজার টাকা

TSDPL Silver Jubilee Scholarship: সিলভার জুবলি স্কলারশিপ চালু করতে চলেছে টাটা স্টিল, বার্ষিক বৃত্তি ৫০ হাজার টাকা। ভারতবর্ষে এখনো অনেক এমন দরিদ্র পরিবার রয়েছে যাদের ইচ্ছে থাকলেও উচ্চশিক্ষা গ্রহণের উপায় নেই। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছেন এই সমস্ত পরিবারে। তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো টাটা স্টিল। এই সমস্ত দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণের দায়িত্ব নিচ্ছে ভারতের সবচেয়ে বড় স্টিল কম্পানি টাটা স্টিল। সংস্থার পক্ষ থেকে চালু করা হয়েছে টাটা স্টিল সিলভার জুবলি স্কলারশিপ ২০২৫।

টাটা স্টিল সিলভার স্বলি স্কলারশিপ ২০২৫ (TSDPL Silver Jubilee Scholarship) এ আবেদনের জন্য কিছু যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীর পারিবারিক আয় বাৎসরিক ৫ লক্ষ টাকার নিচে তারাই স্কলারশিপের জন্য আবেদন করার যোগ্য। এছাড়াও আবেদনকারীকে মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। আইটিআই অথবা তৎসম কোন ডিপ্লোমা কোর্সে যেকোনো বর্ষে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। তবে টাটা স্টিল এবং বাডি ফর স্টাডির কর্মীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। কলকাতা, কলিঙ্গ নগর, পাটনগর, ফরিদাবাদ, জামশেদপুর, পুনে, চেন্নাই, তাডা ইত্যাদি শহরের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবার যোগ্য।

যে সমস্ত পরিবার দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে তাদের কাছে পড়াশোনা বিলাসিতা হয়ে দাঁড়ায়। অথচ সেই সমস্ত পরিবারে একাধিক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যাদের উচ্চশিক্ষা গ্রহণের তীব্র বাসনা রয়েছে। সেই সমস্ত দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোই টাটা স্টিলের একমাত্র লক্ষ্য। শুধুমাত্র অর্থের অভাবে যাতে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে চাইছে টাটা স্টিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় বাৎসরিক ৫০০০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে যোগ্য মেধাবী আবেদনকারীদের।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গের জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করলো বোর্ড

কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপের জন্য? টাটা স্টিল সিলভার জুবলি স্কলারশিপ ২০২৫ (TSDPL Silver Jubilee Scholarship) এর অন্য কিছু শর্তাবলি নির্ধারণ করেছে সংস্থা। সেই সমস্ত শর্তাবলী মেনে নিয়ে অনলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে। প্রথমে বাডি ফর স্টাডিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আবেদনকারীদের। এরপর সেই অ্যাকাউন্টটি লগইন করে টাটা স্টিল সিলভার জুবলি স্কলারশিপ ২০২৫ অপশনটি নির্বাচন করলে একটি আবেদন পত্র চলে আসবে সামনে। এরপর আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে উপযুক্ত নথিপত্র সহ জমা দিতে হবে অনলাইনেই।

টাটা স্টিল সিলভার জুবলি স্কলারশিপ ২০২৫-এ (TSDPL Silver Jubilee Scholarship) আবেদন করার জন্য বেশ কয়েকটি নথিপত্রের প্রয়োজন। যেমন আবেদনকারীর বয়স ও ঠিকানার প্রমাণপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি, এছাড়াও আবেদনকারীর ব্যাংক ডিটেইলস এবং পারিবারিক আয়ের শংসাপত্র। এই স্কলারশিপের ক্ষেত্রে মহিলা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী সম্প্রদায় ইত্যাদি ছাত্রছাত্রীরা অগ্রাধিকার পাবেন। এছাড়াও বৃত্তির মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হবে তা শুধুমাত্র পড়াশোনার বিষয়েই খরচ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *