Site icon লোকাল সংবাদ

TCS New Town Campus: কলকাতার সিলিকন ভ্যালিতে নতুন ক্যাম্পাস তৈরি করলো TCS

TCS New Town Campus

Representative

TCS New Town Campus: টাটা কনসালটেন্সি সার্ভিসেস সংস্থার নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এতদিন সল্ট লেক সেক্টর ফাইভের ক্যাম্পাসের কথাই সকলে জানতেন। তবে সম্প্রতি সামনে এসেছে এর নতুন ক্যাম্পাসের ছবি। শিল্পীর চোখে নতুন এই ক্যাম্পাসের ছবি দেখলে চোখ ধাঁধানোর জোগাড় হবে। নিউ টাউন সিলিকন ভ্যালিতে ২০ একরের বেশি জমির উপর ভারতে অবস্থিত TCS-এর বৃহত্তম দপ্তর তৈরির কাজ চলছে বলে খবর।

TCS সংস্থার নতুন এই ক্যাম্পাসের (TCS New Town Campus) জন্য সিলিকন ভ্যালিতে ইতিমধ্যেই শুরু হয়েছে এর নির্মাণ কাজ। জানা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী তিন বছরের মধ্যেই এই নতুন ক্যাম্পাস তৈরির কাজ শেষ হয়ে আসবে। সংশ্লিষ্ট মহলের তরফে দেওয়া একটা বিবৃতি থেকে জানা যাচ্ছে এই নির্মাণ কাজ শেষ হলে নিউ টাউন সিলিকন ভ্যালিতে অবস্থিত এই ক্যাম্পাসে একসাথে ১৬,৫০০ জন বছর বন্দোবস্ত করা থাকবে।

জানা যাচ্ছে TCS সংস্থার এই নতুন ক্যাম্পাসের (TCS New Town Campus) নকশা তৈরির দায়িত্ব পেয়েছে সিপি কুজরেজার নামক এক সংস্থা। ইতিমধ্যেই এর জন্য বানানো হয়েছে একটি মাস্টার প্ল্যান। সাধারণ টেক পার্কের আদলের থেকে আলাদা হয়ে আইল্যান্ড পার্কের আদলে তৈরি হতে চলেছে সংস্থার এই নয়া ক্যাম্পাসটি। এতে করে ওই ক্যাম্পাসে কর্মরত কর্মীদের মনে হবে তাঁরা খোলা প্রকৃতির মাঝে বসে কাজ করছেন। সব মিলিয়ে এই নতুন ক্যাম্পাস তৈরি ঘিরে মানুষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: ট্রাম পরিষেবা বন্ধের উপর স্থগিতাদেশ দিলো হাইকোর্ট, রাজ্যকেই উদ্যোগী হওয়ার নির্দেশ

TCS সংস্থার এই নতুন ক্যাম্পাস (TCS New Town Campus) পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বপ্নের প্রকল্প। জানা যাচ্ছে ২০২৫ সালের মধ্যে এই সিলিকন ভ্যালির সম্পূর্ণ রূপে চালু হয়ে যাবে। তবে TCS ছাড়াও আদানি এন্টারপ্রাইজ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এনটিটি ডেটা কর্পোরেশনের মতো নর বড় সংস্থাগুলি ওই এলাকার জমি অধিগ্রহণ করে রেখেছে। তাই এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের দাবি ২৫০ একরের উপর গড়ে ওঠা এই সিলিকন ভ্যালিতে এক ট্রিলিয়ন টাকা পর্যন্ত বিনিয়োগ হতে পারে।

এই বিষয়ে রাজ্যসরকার আশা করছে যে সিলিকন ভ্যালিতে তৈরি TCS সংস্থাটির এই নতুন ক্যাম্পাসে প্রত্যক্ষ ভাবে ৫০,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া পরক্ষ ভাবেও উপকৃত হবেন হাজার হাজার মানুষ। জানা যাচ্ছে এই প্রকল্পের কথা প্রথম ভাবা হয় ২০১৮ সালে। যা পরবর্তীকালে কোভিডের কারণে বিলম্বিত হয়ে যায়। তবে পুনরায় এর কাজ শুরু হওয়ার খবরে আনন্দিত সকলে।

Exit mobile version