আপনি কি শিক্ষকতা করতে পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে চলেছে। হাওড়া কেন্দ্রীয় বিদ্যালয়ে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য, যেমন- বয়সসীমা, যোগ্যতা, বিষয় ইত্যাদি জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।
আয়োজক সংস্থা:
হাওড়া কেন্দ্রীয় বিদ্যালয়
পদের নাম:
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে হাওড়া কেন্দ্রীয় বিদ্যালয় একাধিক বিষয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে করতে চলেছে। এই প্রতিষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণ প্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি), নাচ এবং যোগ প্রশিক্ষক, কাউন্সেলর, স্পোর্টস কোচ, নার্স, স্পেশ্যাল এডুকেটর পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষকতার বিষয়:
এক্ষেত্রে হাওড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, জীববিজ্ঞান, অর্থনীতি, হিন্দি, ইংরেজি-সহ আরও বিষয়ে নিয়োগ করা হবে পিজিটি। পাশাপাশি, টিজিটিদের গণিত এবং বিজ্ঞান, হিন্দি, ইংরেজি-সহ আরও বিষয় পড়াতে হবে।
বেতন:
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পিজিটি পদে বেতন দেওয়া হবে ২৭,৫০০ টাকা। টিজিটি পদে মাসিক বেতন ২৬,২৫০ টাকা। অন্যান্য পদগুলির ক্ষেত্রে বেতন মিলবে ২১২৫০ টাকা।
যোগ্যতা:
আপনি যদি সংশ্লিষ্ট পদগুলির জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তবে আপনাকে যোগ্যতা সম্পর্কিত তথ্য জানার জন্য বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে বলা হচ্ছে।
নিয়োগ পদ্ধতি:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মীদের নিয়োগ করবে এই প্রতিষ্ঠান। সুতরাং আপনি যদি এই পদের জন্য আগ্রহী হয়ে থাকেন তবে নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জন্য আপনাকে পৌঁছে যেতে হবে প্রতিষ্ঠানে।
প্রয়োজনীয় নথি:
ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের কিছু প্রয়োজনীয় নথি নিজেদের কাছে রাখতে হবে। কোন কোন নথি রাখতে হবে তা জানার জন্য মূল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে বলা হচ্ছে।
আবেদন পদ্ধতি:
আপনি যদি আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন তবে আবেদন পদ্ধতি জানার জন্য আপনাকে মূল বিজ্ঞপ্তিটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরো অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। মূল বিজ্ঞপ্তি দেখার জন্য এক্ষেত্রে প্রথমে আপনাকে হাওড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের হোমপেজে যেতে হবে। হোমপেজ থেকেই সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখান থেকেই যাবতীয় তথ্য ও শর্তাবলী পেতে পারেন প্রার্থীরা।