Vande Bharat Sleeper Trains: ভারতের সবথেকে বেশি আধুনিক দ্রুত গতি সম্পন্ন ট্রেনের তালিকায় সব থেকে উপরেই থাকে বনন্দেভারত এক্সপ্রেস ট্রেন। দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে অন্যান্য ট্রেনের তুলনায় বেশ অনেকটাই কম সময়ে পৌঁছে যায় এই বন্দেভারত। একাধিক আধুনিক ফেসিলিটি সহ ঝাঁ চকচকে ও আরামদায়ক ভ্রমণের জন্য যাত্রীদের প্রথম পছন্দ এই বন্দেভারত এক্সপ্রেস ট্রেন।
এতদিন বন্দে ভারত ট্রেনগুলো যাত্রীদের শুধুমাত্র চেয়ারে বসে ভ্রমণের পরিষেবা দিয়ে থাকতো। তুলনামূলক ভাবে স্বল্প দূরত্বের ভ্রমণ পথে অসীম জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় রেলের এই ট্রেনগুলো। তাই এবার দীর্ঘ যাত্রার ক্ষেত্রে বন্দেভারত ট্রেনের স্লিপার ক্লাস (Vande Bharat Sleeper Trains) পরিষেবা দেওয়া ট্রেন আনার কথা জানালো ভারতের রেল মন্ত্রক। সফরের সময় আরাম ও আধুনিক পরিষেবা প্রদান করে এই ট্রেন যে বিশ্বের দরবারের যেকোনো বিলাসবহুল ট্রেনের সাথে পাল্লা দিতে পারবে বলেই ধারণা।
এই খবর সামনে আসার পর থেকেই শোরগোল পড়েছে যাত্রীদের মধ্যে। জানা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই কার্যত দীর্ঘ দূরত্বের লাইগুলোতে দেওয়া হবে বন্দেভারত স্লিপার স্পেশাল ট্রেন (Vande Bharat Sleeper Trains)। জানা যাচ্ছে নতুন বছর থেকেই ১০টি এরকম ট্রেন চলবে ভারত জুড়ে। কোন কোন লাইনে চলবে এই ট্রেন জানুন!
আরো পড়ুন: ট্রেনের টিকিট কাটলেই বিনামূল্যে পেয়ে যাবেন এই পরিষেবাগুলি
এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে (Vande Bharat Sleeper Trains) যাত্রীদের নিরাপত্তা, আরাম ও অন্যান্য আধুনিক পরিষেবার দিক থেকে বিচার করলে এটি দেশের অন্যান্য অনেক ট্রেন এর থেকে সম্পূর্ণ রূপে আলাদা হতে চলেছে। এটি দেশের অন্যতম বিলাসবহুল একটি ট্রেন যার ভাড়াও অন্য ট্রেনগুলোর চেয়ে কিছুটা বেশি। তবে এই বিশেষ স্লিপার বন্দে ভারত ট্রেন নিয়ে ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ বাতানুকূল এই ট্রেন পরিষেবা যে ভ্রমণ পিপাসু মানুষদের নজর কাঁড়বে তা বলা বাহুল্য।
এতদিন দেশের সমস্ত বন্দে ভারত ট্রেনে চেয়ারে বসে ভ্রমণের সুবিধা দেওয়া হতো। তবে এবার শোনা যাচ্ছে স্লিপার পরিষেবা দেবে এই ট্রেন। জানা যাচ্ছে মোট তিনটি ভাগে পাওয়া যাবে এই বিশেষ ট্রেনের স্লিপিং অর্ডার। যেগুলি হলো এসি ফার্স্টক্লাস, এডি টু টায়ার ও এসি থ্রি টায়ার। নতুন বছরে মোট দশটি এই ট্রেনের উদ্বোধন হলেও কোন কোন রুটে এই পরিষেবা পাওয়া যাবে এই বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে এই ট্রেন চলতে শুরু করলে ভারতের রেলের জগতে এক আধুনিক যুগান্তকারী বিপ্লব আসতে পারে।