Champions Trophy: পাকিস্তান যেতে চাইছে না টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনা

Champions Trophy: পাকিস্তান যেতে চাইছে না টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনা। শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। খেলা শুরু হওয়ার অনেক আগেই শুরু হয়ে গেছে উত্তেজনা। নানা কারণে বারবার দেখা দিচ্ছে সমস্যা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হওয়া সমস্যাগুলি সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক। খেলার জন্য কোনমতেই পাকিস্তান যেতে রাজি নয় ভারত। বাকি দেশগুলি এ বিষয়ে সম্মতি জানালেও এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কোন সম্মতি সূচক বার্তা পাওয়া যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তান সফর করতে একেবারেই রাজি নয় ভারতীয় ক্রিকেট দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলার জন্য ভারতীয় দলের পাকিস্তান সফর সম্পূর্ণভাবে নির্ভর করছে ভারত সরকারের উপর। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে বিসিসিআই। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। ভারত সরকার যদি চায় তবে পাকিস্তানে দল পাঠাবে বিসিসিআই। এর আগে ২০২৩ সালে আয়োজিত এশিয়া কাপের ক্ষেত্রেও দেখা দিয়েছিল একই সমস্যা। তখনও পাকিস্তান যেতে রাজি হয়নি ভারতীয় দল। ভারত তাদের প্রত্যেকটি ম্যাচ খেলেছিল শ্রীলংকার মাটিতে।

দুই দেশের এই রাজনৈতিক সম্পর্কের টানাপোড়নের জেরে বহুদিন ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক ম্যাচও। শেষবার ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ম্যাচ দেখা গিয়েছিল ২০০৬ সালে তাও আবার পাকিস্তানের মাটিতে। তবে বর্তমান সময় পাকিস্তানে গিয়ে কোন প্রকার ম্যাচ খেলতেই রাজি নয় ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় দলের সাথে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভারতীয় দল এই মুহূর্তে যে ব্যবহার করছে তাতে ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেট দলের পক্ষেও ভারতের সাথে কোন ভালো ব্যবহার করা সম্ভব হবে না।

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান আরিয়ানের অনয়া হয়ে ওঠার গল্পে মশগুল নেট দুনিয়া

মূলত নিরাপত্তার কারণ দেখেই পাকিস্তান যেতে অস্বীকার করছে ভারত। পাকিস্তানের প্রাক্তন উইকেট রক্ষক জানিয়েছেন ভারত কোনমতেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে অস্বীকার করতে পারে না। কারণ এটি একটি আইসিসি গেম। এবং বিসিসিআই আইসিসির এই পরিকল্পনায় সাক্ষর করেছে। প্রত্যেকটি দেশের ক্রিকেট দলকে আইসিসির ২৪ সাল থেকে ৩১ সাল পর্যন্ত করা পরিকল্পনায় স্বাক্ষর করতে হয়েছে। তবে কোন দল যদি এই খেলায় অংশগ্রহণ করতে অস্বীকার করে তাহলে তাকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে। যেমন এই মুহূর্তে ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকার করছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক ম্যাচ পাকিস্তানে এসে খেলতে না চাওয়াটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু তা বলে আইসিসি ম্যাচ অস্বীকার করা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত যদি পাকিস্তানে এসে খেলায় অংশগ্রহণ করতে রাজি না হয় তাহলে পাকিস্তানের উচিত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) থেকে নিজেদের নাম তুলে নেওয়া। এমনটাই মত রশিদের। তিনি আরো জানিয়েছেন ভারত যদি খেলতে রাজি না হয়, তবে ২৫ সাল থেকে ৩১ সাল পর্যন্ত আইসিসির সমস্ত ইভেন্ট থেকে নিজেদের নাম সম্পূর্ণ প্রত্যাহার করা উচিত পাকিস্তানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *