Terrorist Attack: আবারো ভূস্বর্গে সন্ত্রাসী, পাকিস্তানকে সতর্ক করল ভারত

Terrorist Attack: আবারো ঘটে গেল সন্ত্রাসী হামলা, কাঁপছে গোটা দেশ, পাকিস্তানকে সতর্ক করল ভারত। ২০শে অক্টোবর ২০২৪ রবিবার ভারতের উপর আবারো হয়েছে সন্ত্রাসী হামলা (Terrorist Attack) জম্মু-কাশ্মীর এলাকায় আচমকা সনত্রাসী হামলায় মেরে ফেলা হয়েছে ৭ জনকে। তার মধ্যে একজন ছিলেন পেশায় ডাক্তার। এই ঘটনার পর জম্মু-কাশ্মীর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে ভারতও চুপ করে বসে থাকবে না। এ ব্যাপারে পরিষ্কার বার্তা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নর।

আচমকা এমন হত্যাকাণ্ড চালানোর পর স্বাভাবিকভাবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী হামলার (Terrorist Attack) পর জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এই ঘটনার সম্পূর্ণ দায় চাপিয়ে দিয়েছে পাকিস্তানের উপর। তার মতে পাকিস্তানই এই সন্ত্রাসী হামলার জন্য দায়ী। সেই মতোই পাকিস্তানের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় সহমত পোষণ করছেন বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। তারা পরিষ্কার জানিয়েছে ভারত চুপ করে থাকবে না। ইতিমধ্যে সেনাবাহিনীকে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

জম্মু-কাশ্মীরের অন্তর্গত গাঁদারবাল এলাকায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা (Terrorist Attack) নিয়ে বক্তব্য প্রকাশ করেছেন ভারতীয় উচ্চ পদস্থ কর্মকর্তারা। এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ জানিয়েছেন, আমাদের দেশের গরীব শ্রমিকরা অতিরিক্ত আয়ের জন্য কাশ্মীর আসে, আর তাদেরকেই নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানের এই নরপিশাচেরা। এমনকি ডাক্তারবাবুকেও ছাড়া হয়নি। তিনি আমাদের সকলের সেবা করতেন, আমাদের শারীরিক সুস্থতার দিকটি তিনি খেয়াল রাখতেন, তাঁকেও মেরে ফেলা হয়েছে। এইভাবে কাশ্মীরকে পাকিস্তান বানিয়ে ফেলতে চাইছে? তা কোনভাবেই সম্ভব না।

আরো পড়ুন: SCO সামিটে ভারতকে বন্ধুত্বের বার্তা পাকিস্তানের! কোন পথে গড়াবে সম্পর্কের জল

পাকিস্তানি শাসকদের মনে রাখা উচিত এইভাবে আতঙ্ক ছড়িয়ে জম্বু কাশ্মীর নিজের করে নিতে পারবে না পাকিস্তান। বরঞ্চ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তাদের জন্য শ্রেয়। ফারুক আব্দুল্লাহ পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, পাকিস্তান যদি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে এই সমস্ত হঠকারিতা বন্ধ করতে হবে। এইভাবে ভয় দেখিয়ে, হত্যাকাণ্ড চালিয়ে কাশ্মীরকে পাকিস্তান করে নেওয়া যাবে না। কিছুতেই তা হতে দেবে না স্থানীয়রাই। কাশ্মীরের বাসিন্দাদের সম্পূর্ণ অধিকার আছে সম্মানের সাথে বাঁচার, উন্নতি করার। পাকিস্তানের উচিত সেই পথটি প্রশস্ত করা। ভারতের ক্ষতির কথা না ভেবে নিজের দেশের দিকে তাকানো উচিত পাকিস্তানের।

মাত্র চার দিন হলো জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ওমর আব্দুল্লাহ। তার শাসনকাল শুরু হওয়ার মাত্র চার দিনের মধ্যেই ঘটে গেছে গণহত্যাকাণ্ড। কিন্তু কেন? ওমর আব্দুল্লাহ গাঁদারবাল এলাকার বিধায়ক ছিলেন। বর্তমানে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। নতুন সরকার গঠনের মাত্র চার দিনের মধ্যেই কোন রাগ থেকে এই সন্ত্রাসী হামলা (Terrorist Attack) চালানো হলো? তা জানতে চাইছে ভারতীয় রাজনৈতিক মহল। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মনে করা হচ্ছে ওমর আব্দুল্লাহ শাসনভার হাতে নেওয়ার পরই জানিয়েছিলেন, তিনি কাশ্মীরের পন্ডিতের ফিরিয়ে আনতে চান। হয়তো এই মন্তব্যই পছন্দ হয়নি সন্ত্রাসীদের। তাই জন্যই চালানো হয়েছে এই হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *