Thalapathy: রাজনীতির পথেই পা বাড়ালেন থালাপথি, ছাড়লেন অভিনয় জীবনও

Thalapathy: রাজনীতির পথেই পা বাড়ালেন থালাপথি, ছাড়লেন অভিনয় জীবনও। বহু অভিনেতাই রয়েছেন, যারা সফল অভিনেতা হবার পাশাপাশি সফল রাজনীতিবিদও। তবে অভিনয় ও রাজনীতি দুটো বিষয়ে একসাথে সফলতা পেয়েছেন এমন অভিনেতার সংখ্যা সীমিত। রাজনীতিতে যোগদান করার পর রাজনীতিবিদ হিসেবে একেবারেই ব্যর্থ হয়েছেন অনেকে। আবার বহু অভিনেতা রয়েছেন যারা একই সাথে অভিনয় ও রাজনীতি দুটি ক্ষেত্রে সমান পারদর্শিতার পরিচয় দিয়েছেন। রাজনীতিতে অংশগ্রহণ করতে দেখা গেল বিখ্যাত তামিল সুপারস্টার থালাপথিকে (Thalapathy)। তবে তিনি অভিনয় জগতের পাশাপাশি নয়, অভিনয় ছেড়ে রাজনীতির লড়াইয়ে যোগ দিলেন।

তামিল সুপারস্টারদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রাজনীতিতে যোগদান করার পর সেখানেও চূড়ান্ত সাফল্য পেয়েছেন। সেই সমস্ত পথ প্রদর্শকদের অনুসরণ করেই এবার রাজনীতিতে নামলেন থেলাপথি বিজয়ও (Thalapathy)। তিনি শুধু রাজনীতিতে নামেননি, রীতিমতো নিজের একটি আলাদা দল গঠন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি নিজের দলের নাম ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটে তার দল লড়বে। কিন্তু তার আগে আর কোন ভোটে এই দল অংশগ্রহণ করবে না। তবে থেলাপথির পক্ষ থেকে এখনো পরিষ্কার করা হয়নি যে, বিধানসভা ভোটে কোন দলের পক্ষ নিয়ে লড়বে তার দল?

থালাপথি বিজয় (Thalapathy) তার নতুন রাজনৈতিক দলটির নাম রেখেছেন তামিলগা ভেট্রি কাজগাম। দলের নাম অনেকদিন আগেই ঘোষণা করা হয়েছে ঠিকই কিন্তু দলটি কোন দলের সাপোর্টার তা ঘোষণা করা হয়নি এতদিন। সম্প্রতি সেই বিষয়টিও খোলসা করলেন থালাপথি। তিনি জানিয়েছেন তার দল লড়বে বিজেপি এবং ডিএমকের বিরুদ্ধে। তার দলের হয়ে প্রথম জনসমাগম আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি জানিয়েছেন রাজনীতি আর সিনেমা এক নয়, এটি যুদ্ধ ক্ষেত্র। এখানে প্রতিপক্ষকে আয়ত্তে আনতে গেলে সব সময় সজাগ থাকতে হবে। তিনি তার দলকে ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।

আরো পড়ুন: শাড়ি পরে বেবিবাম্প ফ্লন্ট করছেন ইন্ডিয়ান আইডল খ্যাত অরুণিতা! বিয়ে না করেই প্রেগন্যান্ট?

এই জনসমাগমে সেদিন উপস্থিত ছিলেন প্রায় ৫ লক্ষ থেকে ৬ লক্ষ সাধারণ মানুষ। তাদের সামনেই তিনি পরিষ্কার জানিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে অভিনয় জগত ছেড়ে তবেই রাজনীতিতে যোগদান করলেন। সেদিন মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি তার অভিনয় জীবন সম্পর্কে একাধিক তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন অভিনয় জীবনের শুরুতে তাকে সুন্দর নয়, স্টাইল ভালো নয়, চুল এমনকি হাঁটাও ভালো নয় ইত্যাদি অসন্তোষজনক উক্তি করে অপমানিত করা হয়েছিল। কিন্তু তিনি হার মানেননি। নিজের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আজ তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। রাজনৈতিক মঞ্চেও তিনি কোন পরিস্থিতিতেই হার মানবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, থালাপথি বিজয় (Thalapathy) সেপ্টেম্বর ২০২৪ এ তামিলের সবচেয়ে বেশি বেতনভুক্ত অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। থালাপথি ৬৯ ছবিটির জন্য তিনি ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তিনি অনেক ছোট বয়স থেকে অভিনয় জগতের সাথে জড়িত ছিলেন। বহু সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করতে দেখা গেছে তাকে। ১৯৯২ সালে প্রথম তাকে চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি এখনো পর্যন্ত প্রায় ৬৮ টি চলচিত্রে অভিনয় করেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো অভিনয়ের মতো রাজনৈতিক ক্ষেত্রেও কি থেলাপথি সমান কৃতিত্ব বজায় রাখতে পারবেন? উত্তর দেবে তার রাজনৈতিক ক্রিয়াকলাপই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *