PM Mudra Yojana: পরিবর্তিত হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নিয়ম, বাড়লো অর্থের পরিমাণ। পুজোর মোরসুমে আবারো খুশির খবর দিল কেন্দ্র। সামনেই দীপাবলি আর তার আগে উপহার স্বরূপ খুশির খবর দিল মোদি সরকার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana) থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ করে দিল কেন্দ্র। কারা এই পরিষেবা গ্রহণ করতে পারবেন? কিভাবে এই পরিষেবা গ্রহণের জন্য আবেদন করবেন? সম্পূর্ণ বিস্তারিত তথ্য রইলো আজকের প্রতিবেদনে।
এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেত। সম্প্রতি সেই পরিমাণ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে মোদি সরকার। এখন থেকে ১০ লক্ষ টাকার পরিবর্তে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে। কিছুদিন আগেই বর্তমান অর্থমন্ত্রী ২০২৪-২৫ এর মুদ্রা নীতি সম্পর্কে বেশ কিছু তথ্য ঘোষণা করেছিলেন। এরপর নতুন করে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে মুদ্রা যোজনার এই নিয়মটি পরিষ্কার করল সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সার্বিক উদ্দেশ্যকে সফল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থের পরিমাণ ছাড়াও বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) ক্ষেত্রে। এতদিন পর্যন্ত এই যোজনার তিনটি বিভাগ ছিল। শিশু, কিশোর এবং তরুণ বিভাগ। এখন থেকে আরও একটি নতুন বিভাগ যুক্ত হলো এই যোজনায় যার নাম তরুণ প্লাস বিভাগ। যোজনার নিয়ম অনুযায়ী, শিশু বিভাগের ক্ষেত্রে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিশোর বিভাগের ক্ষেত্রে ৫০০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এবং তরুণ বিভাগের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রচলন রয়েছে। সম্প্রতি যুক্ত হওয়া এই নতুন বিভাগ অর্থাৎ তরুণ প্লাস বিভাগে ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
আরো পড়ুন: অর্থনৈতিক অগ্রগতিতে ভারত! ব্রিটেন থেকে ফিরিয়ে আনলো এক লক্ষ কেজি সোনা
তবে যে কোন ব্যক্তি তরুণ প্লাস বিভাগের জন্য আবেদন করতে পারবেন না। যারা তরুণ বিভাগ থেকে ঋণ নিয়েছিলেন এবং তা সফলভাবে পরিশোধ করেছেন তারাই তরুণ প্লাস বিভাগ থেকে ঋণ নেবার জন্য যোগ্য। ব্যবসায়িক কাজের জন্য ঋণ নিতে চাইলে এই বিভাগ থেকে ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে ঋণ নেওয়া যাবে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) অধীনে মাইক্রো ইউনিটের ক্রেডিট গ্যারান্টি হিসেবে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেবার সুযোগ থাকবে সাধারণের জন্য।
মূলত ব্যবসায়িক পরিকাঠামোকে তৈরি করতে অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থের যোগান দিতেই মুদ্রা ঋণের প্রচলন করেছিল কেন্দ্রীয় সরকার। কর্পোরেট বিভাগ ছাড়া অন্য যেকোনো ছোট ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা এই ঋণের জন্য আবেদন করতে পারেন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana) অনেকটা সেই ধরনেরই একটি প্রকল্প। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই প্রকল্প চালু করেছিলেন। এতদিন পর্যন্ত যে প্রকল্পে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের কভারেজ দেওয়া হতো, এখন থেকে নতুন বিভাগের মাধ্যমে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের কভারেজ দেবার ঘোষণা করল কেন্দ্র।