Wedding Season: হাতে মাত্র আর কয়েকদিন! এরপরই শুরু হবে বিয়ের মরশুম। মোটামুটি গোটা শীত জুড়েই ভারতে চলে বিয়ের মরশুম। শীতের শুরুতে চলতি বছরের ১২ই নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু বিয়ের তারিখ রয়েছে। আর এই এক মাসের একটু বেশি ব্যবধানে পুরো ভারত জুড়ে ৪৮লক্ষ বিয়ের আসর বসতে চলেছে। আর এই বিয়ের মরশুমে কমপক্ষে ৬ লক্ষ কোটি টাকার বাণিজ্য হতে পারে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। গতবছর এই সময় ৪.২৫ লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। যদিও সেবার বিয়ের সংখ্যাও ছিল কিছু কম।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের সুত্রে এই বাণিজ্যের অঙ্ক প্রকাশ করা হয়েছে। গতবছর এই সময় মোট ১১টি বিয়ের ডেট ছিলো তবে এই বছর সেই তুলনায় বিয়ের ডেট কিছু বেশি, ১৮টি। আর এই কদিনে শুধু রাজধানীতেই বিয়ের আসর বসবে সাড়ে চার লক্ষটি। আর এখানেই প্রায় দেড় লক্ষ কোটি টাকার বাণিজ্য করতে পারে ভারত। এক কথায় বলতে গেলে বিয়ের মরশুমে (Wedding Season) ফুলে ফেঁপে উঠবে ভারতের অর্থনীতি।
জানা যাচ্ছে এবছর এই এক মাসের ব্যবধানে মোট ১৮টি বিয়ের দিন রয়েছে। যার মধ্যে নভেম্বরের ১২, ১৩, ১৭, ১৮, ২২, ২৩, ২৫, ২৬, ২৮, ২৯ তারিখ এবং ডিসেম্বরের ৪, ৫, ৯, ১০, ১১, ১৪, ১৫ এবং ১৬ তারিখ রয়েছে। এরপর প্রায় একমাস বিয়ের জন্য শুভ দিন নেই। এরপর আবার জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত রয়েছে বিয়ের তারিখ। বাণিজ্যিক সমিতির এক অধিকর্তা বলেন এখন ভারতীয়রা বিয়ের জন্য বিদেশী পণ্যের চেয়ে দেশী পণ্যের উপর বেশি ভরসা রাখছেন। তাঁর মতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভরশীল ভারত প্রকল্পের ফলেই এই পরিবর্তন দেখা যাচ্ছে।
আরো পড়ুন: ভারতীয়দের পৃথিবীর সব দেশে, তবুও এই দেশগুলোতে ভারতীয়দের বসবাস শূন্য
এছাড়া ব্যবসায়ী সমিতি জানিয়েছে ৪৮ লক্ষ বিয়ের মধ্যে ১০ লক্ষ বিয়ের গড় খরচ তিন লক্ষ টাকা হতে পারে। এর মধ্যে আরও ১০ লক্ষ বিয়ের খরচ হতে পারে গড়ে ১০ লক্ষ টাকা। ৭ লক্ষ বিয়েতে খরচ হতে পারে ২৫ লক্ষ টাকা, ৫০ হাজার বিয়েতে ৫০ লক্ষ টাকা, আরও ৫০ হাজার বিয়েতে গড় খরচ হতে পারে ১ কোটি টাকা। সব মিলিয়ে বিয়ের মরশুমে (Wedding Season) ব্যবসায়ী সমিতির আয় বাড়বে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।
বিয়ের মরশুমের (Wedding Season) খরচের মধ্যে থেকে ১০ শতাংশ খরচ হয় বিয়ের শাড়ি সহ অন্যান্য পোশাকের উপর। গয়নাতে খরচ হয় ১৫ শতাংশ অর্থ। এছাড়া ফটো বা ভিডিও তোলার ক্ষেত্রে ২ শতাংশ ব্যয় হয়। এইসব মূল্যবান খাতে খরচ করা অর্থের বেশ কিছু অংশ আসে সরকারের অর্থভাণ্ডারে। যা দেশের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করে।