Site icon লোকাল সংবাদ

২১ বছরের দাম্পত্য শেষ? স্ত্রী আরতির সাথে বিচ্ছেদের পথে বীরেন্দ্র শেহওয়াগ?

বীরেন্দ্র শেহওয়াগ

Social Media

বর্তমানে সমাজ মাধ্যমে অন্যতম হট টপিক হলো বীরেন্দ্র শেহবাগের বিবাহ বিচ্ছেদ। ভারতীয় এই ক্রিকেট তারকা বরাবরই বাইশ গজে প্রতিপক্ষকে ভয় পাইয়ে এসেছে। এবার শোনা যাচ্ছে বিবাহ জীবনের দীর্ঘ ২১ বছরের ইনিংস শেষে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে শেহওয়াগ এবং তাঁর স্ত্রী আরতির। ভয়হীন এই ভারতীয় ২২ গজের সুপারস্টারের ডিভোর্সের খবরে রীতিমতো শোরগোল পড়েছে নেট পাড়ায়। তবে কেনো নজফগড়ের নবাবের জীবনে বিবাহ বিচ্ছেদের প্রবেশ? অনেককেই ভাবাচ্ছে এই প্রশ্ন।

বীরেন্দ্র শেহওয়াগ এবং আরতি আহলাওয়াতের সংসারে ভাঙন। দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে জল্পনা বাড়িয়ে দিয়ে একে অপরকে ইন্সটাগ্রামে আনফলো করে দিলেন এই জুটি। সমাজ মাধ্যমে প্রায়ই একটিভ থাকা বীরেন্দ্র শেহওয়াগকে দীর্ঘদিন স্ত্রী আরতিকে নিয়ে পোস্ট করতেও দেখা যায়না যা এই ডিভোর্সের খবরকে আরও উস্কে দিয়েছে।

জানা গিয়েছে বীরেন্দ্র শেহওয়াগ এবং আরতির প্রথম দেখা যখন হয় তখন দুজনেই নিতান্ত শিশু ছিলেন। বীরেন্দ্র ছিলেন ৭ বছরের এবং তাঁর স্ত্রী আরতি তখন ছিলেন মাত্র ৫ বছরের। জানা যায় একটি বিয়েবাড়িতে তাদের দেখা হয়েছিল। আরতির কাকিমার সাথে শেহওয়াগের তুতো দাদার বিয়ে হয় জার ফলে আত্মীয়তা তৈরি হয় দুই পরিবারে।

আরও পড়ুন: সব জল্পনা শেষ, চুপিসারে বিয়ের পিঁড়িতে গোল্ডেন বয় নীরজ চোপড়া

পরে বন্ধুত্ব গড়ালে ২১ বছর বয়সেই আরতিকে বিয়ের প্রস্তাব দেন বীরেন্দ্র শেহওয়াগ। এরপর দেরি না করে আরতিও সেই প্রস্তাবে রাজি হলে এর পরে ৩ বছর চলে প্রেম পর্ব। অবশেষে ২০০৪ সালে ভারতের প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাস ভবনে শেহওয়াগ ও আরতির বিয়ে সম্পন্ন হয়। পরে নিউ দিল্লির একটি ফাইভ স্টার হোটেলে জমকালো করে বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। এরপর কেটে গেছে ২১ বছর। শেহওয়াগ ও আরতির কোল আলো করে জন্মেছে দুই সন্তান। তাঁদের বড় ছেলের বয়স ১৮ বছর এবং ছোট ছেলের বয়স ১৫ বছর। যাদের মধ্যে তাঁদের বড় ছেলে আর্যবীর বাবা বীরেন্দ্রর মতোই ক্রিকেট খেলে।

বীরেন্দ্র শেহওয়াগ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকা বিবাহ বিচ্ছেদের পথ নিয়েছেন। যাঁর মধ্যে শেহওয়াগের প্রাক্তন সতীর্থ শিখর ধাওয়ান রয়েছেন। তিনি ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। শিখর ২০১২ সালে ভারতের বক্সার আয়েশার সাথে বিয়ের পিঁড়িতে বসেন। তখন আয়েশা দুই সন্তানের মা ছিলেন। পরে শিখর ও আয়েশার একটি পুত্র সন্তান হয়। এরপর ৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন ভারতীয় ওপেনার শিখর। খবর রয়েছে এবার এই একই পথে হাঁটতে চলেছেন বীরেন্দ্র শেহওয়াগও।

Exit mobile version