Provident Fund: EPFO হলো এমপ্লই’স প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যা চাকুরীজীবিদের ভবিষ্যত সুনিশ্চিত করে। এটি মূলত একটি টাকা জমা করার সংস্থা যা একমাত্র চাকুরীজীবিদের জন্য গ্রহণযোগ্য। গ্রাহকদের সুবিধার্থে EPFO কিছু দিন অন্তর তাদের নিয়মে কিছু পরিবর্তন নিয়ে আসে। টাকা জমা , তোলা বা তার যথাসময়ে ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেটাই EPFO -এর লক্ষ্য।
চাকুরীজীবিদের একটা বড় অংশ প্রতি মাসে পাওয়া বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) জমা রাখেন। যা তাঁরা অবসর গ্রহণের পর মোটা অংকের সুদ সহ তোলা যায়। তবে মাঝে পথে চাইলে প্রয়োজনে সহজেই EPFO থেকে টাকা তোলা যেতে পারে। তবে টাকা তোলার পরিমাণ নির্ভর করে জমানো টাকার পরিমাণের উপর। যদি আপনি এই মুহূর্তে ইপিএফ থেকে থাকা তোলার কথা ভেবে থাকেন তবে জেনে রাখুন সম্প্রতি সেই নিয়মে পরিবর্তন এনেছে EPFO। তাই টাকা তোলার আগে জেনে নিন নতুন নিয়ম।
PF এর টাকা তোলার নতুন নিয়ম:
যেকোনো ব্যক্তিকে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে আংশিক টাকা তোলার ক্ষেত্রে ওই EPFO সদস্যকে আগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তবে শুধুমাত্র শিক্ষাগত, বিবাহ ও বাড়ি তৈরি বা বিক্রির কারণ দেখিয়েই আংশিক টাকা তোলা সম্ভব। তবে EPFO থেকে টাকা তোলার নতুন নিয়ম অনুসারে কোনো ব্যক্তি অবসর গ্রহণের এক বছর আগে চাইলে তার জমাকৃত অর্থের ৯০% তুলতে পারবেন। তবে এক্ষেত্রে তাঁর বয়স অবশ্যই ৫৪ বছরের বেশি থাকতে হবে। বর্তমানে প্রায়শই বেসরকারি সংস্থাগুলিকে কর্মী ছাঁটাই করতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে অবসর নেওয়ার আগেই যদি গ্রাহক বেকার হয়ে পড়েন তবে তিনি এই কারণ দেখিয়েও ইপিএফও একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
এছাড়া EPFO থেকে টাকা তোলার নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি চাকরি থেকে বহিস্কার হয়ে এক মাসের বেশি সময় ধরে বেকার থাকেন তবে সেক্ষেত্রেও আপনি প্রভিডেন্ট ফান্ড থেকে ৭৫% টাকা তুলতে পারবেন। এরপর ওই ব্যক্তি যদি নতুন কোনো চাকরি পান তবে অবশিষ্ট ২৫% টাকা তিনি তাঁর নতুন এপিএফ একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন।
আরো পড়ুন: বিনা সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত সরকারি ঋণ পাওয়া যাচ্ছে! কিভাবে আবেদন করবেন জানুন
এছাড়াও প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা তোলার নিয়ম অনুযায়ী যদি কেউ টানা ৫ বছর ধরে টাকা জমিয়ে থাকেন তবে টাকা তোলার সময় ট্যাক্সেও ছাড় দেওয়া হয়। তবে মেয়াদ শেষের আগেই টাকা তুললে অতিরিক্ত টাকা টিডিএস কেটে নেওয়া হয়। তবে যদি ৫০ হাজার বা তার কম টাকা তোলা হয় তবে সেক্ষেত্রে কোনো TDS কাটা হয়না। এছাড়া টাকা তোলার ক্ষেত্রে প্যান কার্ড জমা দিলে ১০% TDS কাটা হয় অন্যথায় ৩০% টাকা কাটা হয়।
EPFO থেকে টাকা তোলার নিয়ম অনুযায়ী আংশিক টাকা তুলতে হলে সরাসরি EPFO পোর্টাল বা Unmang অ্যাপ্লিকেশনে আবেদন করা যায়। এরপর উচ্চপদস্থ ভারপ্রাপ্ত কর্মচারী অনুমোদন দিলে টাকা সরাসরি ওই ব্যক্তির ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।