ইডেনে আইপিএল টিকিটের হাহাকার! কেকেআর-আরসিবি ম্যাচের টিকিট প্রায় শেষ

ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই হুড়োহুড়ি! মুহূর্তের মধ্যে অনলাইনে প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। হাতে গোনা কিছু টিকিট এখনও পাওয়া যাচ্ছে, তবে সেগুলোর দাম তুলনামূলক বেশি। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ এই বিপুল সাড়ায় বেশ খুশি।

টিকিটের দাম বাড়ল, চাহিদাও তুঙ্গে

বাংলার এক প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম জানিয়েছিল যে, এবার ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়বে। সেই খবর সত্যি হয়েছে। গতবারের তুলনায় সর্বনিম্ন টিকিটের দাম ১৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ টাকা। শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানা যায়। যা বাস্তবে দেখা গেল সময়মতো শুরু হলে টিকিট নিয়ে পড়ে কাড়াকাড়ি।

প্রথম দফায় ইডেনে দুটি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে

  • ২২ মার্চ: কেকেআর বনাম আরসিবি
  • ৩ এপ্রিল: কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ

এই ম্যাচগুলোর টিকিট বুক মাই শো অ্যাপে পাওয়া যাচ্ছে। তবে, চাহিদা এতটাই বেশি যে অনেক টিকিট ইতিমধ্যেই নিঃশেষ হয়ে গেছে।

কত টাকায় পাওয়া যাচ্ছে আইপিএল টিকিট?

৯০০ টাকা, ২০০০ টাকা, ৩৫০০ টাকা, ৫০০০ টাকা, ৬০০০ টাকা, ১০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা—এই রেঞ্জেই রয়েছে টিকিটের দাম। ৯০০, ২০০০, ৬০০০ ও ১০,০০০ টাকার টিকিট পুরোপুরি শেষ। ৩৫০০, ৫০০০ ও ১৫,০০০ টাকার টিকিটও দ্রুত শেষ হচ্ছে। ক্লাব হাউস আপার টিয়ারের টিকিটের দাম ৬০০০ টাকা, সেটাও আর বেশি সময় পাওয়া যাবে না।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে, ২৫ বছর পর অবশেষে বদলা নিল ভারতীয় দল

টিকিট কেনার কিছু নিয়ম

  • ২ বছরের বেশি বয়স হলেই টিকিট কিনতে হবে।
  • ১৮ বছরের কম বয়সীদের সঙ্গে অবশ্যই একজন পূর্ণবয়স্ক থাকতে হবে, তারও টিকিট থাকা বাধ্যতামূলক।
  • একবার স্টেডিয়ামে প্রবেশ করলে কোনও কারণে বাইরে বেরিয়ে আবার ঢোকা যাবে না।
  • একজন অনলাইনে সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন।

এবারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ থেকেই উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে আরসিবির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা হওয়ায় ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা আরও বেশি। অনেকেই টিকিট না পেয়ে হতাশ, আবার যারা আগেভাগে কিনেছেন, তারা ভাগ্যবান মনে করছেন নিজেদের।

ইডেনে কে এগিয়ে থাকবে, কেকেআর নাকি আরসিবি? সেটা জানা যাবে ২২শে মার্চ, তবে টিকিট পাওয়ার দৌড়ে অনেকেই পিছিয়ে পড়েছেন! হাতে গোনা কয়েকটি টিকিট এখনও পাওয়া যাচ্ছে, তবে দেরি করলে কিন্তু হাতছাড়া! সব মিলিয়ে, কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে আইপিএল উন্মাদনা তুঙ্গে। হাতে গোনা কয়েকটি টিকিট এখনও পাওয়া যাচ্ছে, তবে দেরি করলে কিন্তু হাতছাড়া!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *