Electric Vehicle: বর্তমানে যে হারে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে গাড়ি প্রেমীদের। বাজারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicle)। আর এই আবহে এই গাড়ি প্রেমীদের জন্য খুশির খবর শোনালো বৈদ্যুতিক গাড়ি নির্মাতারা। জানালেন ২০২৫-এর মধ্যেই বাজারে নামতে চলেছে বহু সংখ্যক ইলেকট্রিক গাড়ি। যা বৈদ্যুতিক গাড়ি শিল্পে বিপ্লব ঘটাবে। বিশ্বব্যাপী কত সংখ্যক গাড়ি ঢুকবে? তাতে পূর্বে তুলনায় কত শতাংশই বা বৃদ্ধি পাবে? ভারতে তার পরিমাণ কত? তাতে সুবিধা কি পাওয়া যাবে? রইল বিস্তারিত বিবরণ।
বৈদ্যুতিক গাড়ি নিয়ে বিরাট খবর। বর্তমানে বিশ্বব্যাপী পথে নেমেছে ৬৪ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle)। তবে আগামী বছরের শেষ দিকে রাস্তায় নামবে প্রায় ৮৫ মিলিয়ন ইলেকট্রিক গাড়ি। যা ইলেকট্রিক গাড়ির বাজারে প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পাবে। এই ইলেকট্রিক গাড়ির মধ্যে ভারতের বাজারে কত ঢুকবে বৈদ্যুতিক গাড়ি?
খবর রয়েছে ২০২৫ সালের মধ্যে ভারতের পথে চালু হবে প্রায় ৫ লক্ষ্য বৈদ্যুতিক গাড়ি। পূর্বাভাস রয়েছে ভারতে চলমান বিইভির সংখ্যা দাঁড়াবে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার ইউনিট। অন্যদিকে ভারতের রাস্তায় PHEV নামবে প্রায় ১ লক্ষ ২৯ হাজার ৫০০। অর্থাৎ আগামী বছরে ভারতের পথে বৃদ্ধি পাবে বহু সংখ্যক বৈদ্যুতিক যানের।
আরো পড়ুন: TVS মোটরস – উপহার দিতে চলেছে ভারতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার
অনুমান করা হচ্ছে ভারতীয় গাড়ির বাজারে ২০২৫ সালের মধ্যে বৈদ্যুতিক যানের সংখ্যা বৃদ্ধি পাবে প্রায় ৫১ শতাংশ। বৈদ্যুতিক গাড়ির নির্মাতারা আশা রাখছে ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক যানের সংখ্যা বাড়িয়ে অনেকটাই গাড়ির কাঁচামালের ঘাটতির ঝুঁকি তারা কমিয়ে ফেলবে। কারণ এগুলি এমনভাবে নির্মিত হবে যার ৯৫ শতাংশ ব্যাটারি পুনর্ব্যবহার করা যাবে।
সব মিলিয়ে হিসাব বলছে, ২০২৫ সালের শেষের দিকে সারা বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicle) ইউনিট দাঁড়াবে প্রায় ৬২ মিলিয়ন ইউনিট। অর্থাৎ ২০২৪ সালে যা হয়েছে তার তুলনায় প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে যানের সংখ্যা। অপরদিকে ২০২৪-এর তুলনায় বৃদ্ধি পাবে পিএইচইভি-র সংখ্যাও। তবে বিইভি-র তুলনায় পিএইচইভি-র বৃদ্ধি হবে একটু ধীরগতিতে। আশা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে প্রায় ২৩ মিলিয়ন ইউনিট পিএইচইভি বৃদ্ধি পাবে সারা বিশ্বজুড়ে। যা বৈদ্যুতিক বাজারে বিরাট প্রভাব ফেলবে।