Coal India Vacancy: চাকরির মন্দার বাজারে কোল ইন্ডিয়া লিমিটেডের (CIL) তরফে প্রকাশ করা হলো নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরিপ্রার্থীদের জন্য এই বিশেষ সুযোগ দিল ভারতীয় সংস্থা কোল ইন্ডিয়া। আবেদনের সময়সীমা, কিভাবে আবেদন করবেন, শূন্যপদ কটি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
সংস্থার নাম
কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Vacancy)
পদের নাম
ম্যানেজমেন্ট ট্রেইনি
আবেদনের তারিখ
কোল ইন্ডিয়ার (Coal India Vacancy) ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ করার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত ২৯ শে অক্টোবর এর আবেদনের উইন্ডো খুলে গেছে যা চলবে আগামী ২৮ শে নভেম্বর পর্যন্ত।
শূন্যপদ সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোল ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেইনি পদে বিভিন্ন ক্ষেত্রে ৬৪০টি শূন্যপদে নিয়োগ হবে।
আরো পড়ুন: আপনি কি কম্পিউটারে দক্ষ? তবে আজই আবেদন করুন ১৬,০০০ মাইনের এই চাকরিতে
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের (Coal India Vacancy) ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে মেধার ভিত্তিতে। এর জন্য আবেদনকারীদের একটি বৈধ GATE 2025 স্কোর থাকতে হবে। ওই নাম্বারের উপর ভিত্তি করে তৈরি হবে বাছাই করা আবেদনকারীদের তালিকা। এই প্রার্থীরাই পরের লেভেলের ইন্টার্ভিউ বা লিখিত পরীক্ষার সুযোগ পাবেন।
নিয়োগ পদ্ধতি
বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ম্যানেজমেন্ট ট্রেইনির চাকরি দেওয়া হয় GATE-এর প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে। এর উপর নির্ভর করে প্রকাশ করা হয় মেধা তালিকা এরপর তালিকাভুক্ত আবেদনকারীরা মেডিকেল পরীক্ষা দিতে পারবেন।
বেতন
কোল ইন্ডিয়ার (Coal India Vacancy) এই পদে চাকরির খেতে E-2 গ্রেডে এক বছরের প্রবেশন রাখা হয়। এর সর্বনিম্ন বেতন ৫০,০০০ থেকে শুরু করে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এক বছরের মেয়াদ শেষ হলে প্রার্থীদের E-3 লেভেলে উন্নীত করা হয় এবং এই ক্ষেত্রে মাসিক ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা বেতন দেওয়া হয়। এছাড়া মহার্ঘ ভাতা, HRA, চিকিৎসা, গ্রাচুইটি ও প্রমোশনের মতো সুবিধা দেওয়া হয়।