Anil Ambani: গত কয়েক মাস অনিল আম্বানির জন্য স্বপ্নের সফর ছিল বললেও ভুল বলা হবেনা। তাঁর দুটি কোম্পানি হলো রিলায়েন্স পাওয়ার (Reliance Power) এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার (Reliance Infrastructure)। দুটি প্রতিষ্ঠানই এখন রয়েছে ঋণমুক্ত। এবার দীপাবলির আগেই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত আরও একটি সুখবর শোনা গেলো।
জানা যাচ্ছে এই সংস্থার শেয়ার হোল্ডাররা শেয়ারের QIP জমার মাধ্যমে ৬,০০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন করেছে। ইতিমধ্যেই স্টক এক্সচেঞ্জ অফিসে এই সংস্থা জানিয়েছে দুটি প্রস্তাব মেনে নিয়েছে তাঁর স্টক হোল্ডাররা। এই বিষয়ে আরো জানা গেছে প্রস্তাব যাচাইয়ের জন্য ভোট পর্বে ৯৮% ভোট এর পক্ষে জমা হয়েছিল। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার (Reliance Infrastructure) পরিচালনা কমিটি গত ১৯ শে সেপ্টেম্বর এই অর্থ সংগ্রহের পক্ষে অনুমোদন দেয়। যার মধ্যে ৩০১৪ কোটি টাকা শেয়ার থেকে নেওয়া হয় এবং আরও ৩০০০ কোটি টাকা তোলা হয় QIP এর মাধ্যমে।
এই সংস্থার শেয়ার গত ৬ মাসে প্রায় ৪০% রিটার্ন দিয়েছে হোল্ডারদের। এখনও অবধি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের (Reliance Infrastructure) শেয়ার ২৭২ টাকায় লেনদেন হচ্ছে এবং এই মূল্যের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রিলায়েন্স পাওয়ারের (Reliance Power) বর্তমান বাজার মূল্য ৪১ টাকা। এটিও গত ৬ মাসে গ্রাহকদের ৪৬ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরো পড়ুন: দেশের নয়, এবার বিদেশের মাটি কাঁপাতে চলেছে অনিল আম্বানি
প্রথম দিকে রিলায়েন্স ইনফ্রাসস্ট্রাকচার প্রতি শেয়ারে ২৪০ টাকা মূল্যের ইস্যু করেন ১২.৫৬ কোটি টাকার ইকুইটি শেয়ারের ওয়ারেন্টি ইস্যু করে ৩,০১৪ কোটি টাকার একটি প্লেসমেন্ট চালু করেছেন অগ্রাধিকার সহ। যার মধ্যে ১,১০৪ কোটি টাকা প্রোমোটাররা প্রমোটারি সংস্থা ইনফিনিটি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বিনিয়োগ করবে। যেখানে রাইজি শেয়ার কিনবে ৪.৬০ কোটি টাকার।
অন্যদিকে অগ্রাধিকারমূলক নিয়মে অন্য দুই বিশেষ বিনিয়োগকারী হলো মুম্বাইয়ের ফরচুন ফিনান্সিয়াল এন্ড ইকুইটিস সার্ভিসেস এবং ফ্লোরিনট্রি ইনোভেশন এলএলপি। সব মিলিয়ে দীপাবলির আগে নিজের দুই সংস্থার জন্য এক গুচ্ছ বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে খুশি অনিল (Anil Ambani) পরিবার।