Jobs on Zomato: বিনা বেতনের চাকরিতেও হুড়োহুড়ি, জোম্যাটোতে জমা হলো ১০০০০ আবেদন

Jobs on Zomato: চাকরির মন্দার বাজারে শিক্ষিত সমাজের একমাত্র খোঁজ চাকরি। যার জন্য প্রায় সব রকম অবাস্তব শর্ততেও রাজি হয়ে কাজে যোগ দিতে চাইছে চাকরি প্রার্থীরা। আর এরকমই একটি ঘটনায় তোলপাড় হয়ে উঠল সমাজ মাধ্যম। জোম্যাটোর পক্ষে এমনই একটি পোস্টের জন্য জল্পনা সমাজ মাধ্যম জুড়ে।

চিফ অফ স্টাফ পদের বিজ্ঞাপন দিয়ে ঘোর বিতর্কের মধ্যে জোম্যাটো (Jobs on Zomato)। উঠছে শ্রম আইন ভাঙার অভিযোগও। বুধবার এক্স হ্যান্ডেলে এই কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খাদ্য সরবরাহকারী সংস্থা। এদিকে ওই বিজ্ঞাপন ঘিরেই এক দিনেই আবেদন জমা পড়েছে ১০ হাজার। এদিন এই সমালোচিত চাকরির শূন্যপদের বিজ্ঞপ্তি দেয় সংস্থার সিইও দীপেন্দ্র গয়াল।

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে সংস্থার চিফ অফ স্টাফ চেয়ে একটি পোস্ট করেন দিপেন্দ্র। সেখানেই তিনি লেখেন যে সংস্থার জন্য একজন চিফ অফ স্টাফ প্রয়োজন। তবে চাকরি পেলে প্রথম বছরটি প্রার্থীকে বেতনহীন কাটাতে হবে। উল্টে এর বদলে নির্বাচিত প্রার্থীকে দিতে হবে ২০ লক্ষ টাকা। তবে এই টাকা নিয়ে সংস্থাটিও (Jobs on Zomato) কিপটামি করবেনা। জানা যাচ্ছে এরপর ওই কর্মীর পছন্দের কোনো দাতব্য প্রতিষ্ঠানে সর্বমোট ৫০ লক্ষ টাকা দান করবে সংস্থাটি। যা চিফ অফ স্টাফ পদে নিযুক্ত যেকোনো ব্যক্তির এক বছরের বেতনের প্রায় সমান। যদিও দ্বিতীয় বছর থেকেই বেতন পাবেন ওই কর্মী এবং সেটিও হবে ৫০ লক্ষের বেশি।

আরো পড়ুন: আরও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কাজের সুযোগ রাইটস লিমিটেডে

এই পোস্ট থেকেই শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। এক্ষেত্রে অনেকেই দাবি করেছেন জোম্যাটো (Jobs on Zomato) চাকরির বিনিময়ে যেভাবে টাকা তুলছে তা নিঃসন্দেহেই ভাঙছে দেশের শ্রম আইন। প্রশ্ন উঠছে যোগ্যতা থাকলেও ২০ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা অনেকের থাকেনা তবে তাদের কি হবে! তবে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির দাবি নিছক প্রচারের আলোর মধ্যে আসার জন্যই এরকম বিতর্কিত পোস্ট করে সংস্থাটি।

সমস্ত বিতর্ককে তোয়াক্কা না করে নতুন ঘোষণা করলেন সংস্থার সহ প্রতিষ্ঠাতা দ্বীপেন্দ্র! জানালেন ইতিমধ্যেই সব শর্ত মেনে ১০ হাজার আবেদন জমা হয়েছে সংস্থায়। আরও বলেছেন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই পদের জন্য আবেদন করা যাবে। এরপর বন্ধ হবে জোম্যাটো (Jobs on Zomato) আবেদন পদ্ধতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *