Puja Special Train: দুর্গাপুজোর জমকালো উৎসবকে কেন্দ্র করে শিয়ালদা ডিভিশনে এবার যাত্রীদের জন্য থাকছে বিশেষ চমক। পূজার দিনগুলোতে সারারাত চলবে স্পেশাল লোকাল ট্রেন (Puja Special Train)! হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্যান্ডেল হপিং করে রাত বাড়লেও চিন্তা নেই, কারণ শিয়ালদার একাধিক রুটে চলবে রাতভর ট্রেন পরিষেবা। রানাঘাট, বনগাঁ, বজবজ, বারুইপুর, ডানকুনি, এবং কল্যাণীর মতো গুরুত্বপূর্ণ লাইনে পুজোর ভিড় সামাল দিতে চালানো হবে বিশেষ পুজো স্পেশাল ট্রেন।
সারারাত ঠাকুর দেখা, ভোরের ট্রেন ধরা
পুজোর সময়ে অনেকেই দিনভর ঠাকুর দর্শন করতে বের হন এবং রাতে বাড়ি ফেরার জন্য যানবাহনের সমস্যায় পড়েন। এই সমস্যা মেটাতেই শিয়ালদা ডিভিশন ঘোষণা করেছে, এবার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ লোকাল ট্রেন পরিষেবা চালু থাকবে। রাতে যেখানে সাধারণত শেষ ট্রেন চলে যায়, সেখানে এই বিশেষ ট্রেনগুলি চলবে মধ্যরাত ও ভোর পর্যন্ত। কলকাতার মানুষ এবার নির্ভয়ে রাতের প্যান্ডেল হপিং করতে পারবেন, কারণ ফেরার জন্য মিলবে ট্রেন।
রাতভর ট্রেনের রুট ও সময়সূচি
রানাঘাট থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোররাত অবধি বিশেষ ট্রেন (Puja Special Train) চলবে। যেমন, শিয়ালদা থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে একটি ট্রেন, যা রানাঘাট পৌঁছাবে রাত ২টা ৩০ মিনিটে। এছাড়া কল্যাণী শাখায়ও মিলবে সারারাত ট্রেন। রাত ১টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে একটি ট্রেন, যা কল্যাণী পৌঁছাবে রাত ২টা ৫০ মিনিটে।
বনগাঁ, বজবজ ও ডানকুনির বিশেষ পরিষেবা
শিয়ালদা-বনগাঁ শাখার পুজো স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত ১টা ২০ মিনিটে, যা পৌঁছাবে বনগাঁয় রাত ৩টা ১০ মিনিটে। আবার বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। বজবজ এবং ডানকুনি শাখাতেও থাকছে বিশেষ ট্রেন। বজবজের ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে এবং পৌঁছাবে ১২টা ১৮ মিনিটে। ডানকুনি-শিয়ালদা রুটে ট্রেন চলবে রাত ১২টা ২৫ মিনিটে।
কোন ট্রেনগুলি বাতিল থাকবে?
পুজোর সময় কিছু নিয়মিত ট্রেন বাতিল থাকবে। বারাসত, বনগাঁ এবং কল্যাণী শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষ পুরো তালিকা প্রকাশ করেছে। তাই যাত্রার আগে সেই অনুযায়ী পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ হবে।
এবার কোনও চিন্তা নেই, শিয়ালদার স্পেশাল ট্রেনে ফিরুন নির্বিঘ্নে। পুজোর আনন্দে মেতে উঠুন নির্ভয়ে! রাত্রিবেলায় আর বাড়ি ফেরা নিয়ে চিন্তা করতে হবে না। শিয়ালদার পুজো স্পেশাল ট্রেনগুলির (Puja Special Train) সুবাদে রাতের কলকাতা থেকে ভোরের ট্রেন ধরা যাবে কোনো ঝক্কি ছাড়াই। শিয়ালদা ডিভিশনের এই বিশেষ উদ্যোগে যাত্রীরা নিশ্চিন্তে ঠাকুর দেখার আনন্দ উপভোগ করতে পারবেন।