Travel Without Passport: আপনি কি সেই তিনজন ব্যক্তির নাম জানেন, যারা বিনা পাসপোর্টে পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারে

Travel Without Passport: আপনি কি সেই তিনজন ব্যক্তির নাম জানেন, যারা বিনা পাসপোর্টে পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারে। এক দেশ থেকে অন্য দেশে যাত্রা করতে হলে পাসপোর্ট এবং ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নথি হিসেবে ব্যবহৃত হয়। অনেক দেশেই ভিসা ছাড়া ভ্রমণ করার সুযোগ পাওয়া গেলেও, পাসপোর্ট ছাড়া কোনো দেশেই যাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন? পৃথিবীতে এমন মানুষও রয়েছে যারা এক দেশ থেকে অন্য দেশ চলে যেতে পারেন অনায়াসেই। কোন পাসপোর্টের প্রয়োজনই হয় না (Travel Without Passport)। পৃথিবীতে মাত্র তিনজন মানুষের কাছেই এই সুবিধা রয়েছে। জানেন তারা কারা?

আগেকার দিনে পৃথিবীর অন্তর্গত কোন দেশের সাথেই অন্য কোন দেশের এমন কোন চুক্তি ছিল না, যার কারণে নির্দিষ্ট নথিপত্র ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যাবেনা। রাজারা বা প্রজারা যে কেউ অনায়াসেই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমন করার অনুমতি পেতেন (Travel Without Passport)। কিন্তু দিন যত এগিয়েছে প্রযুক্তি তত উন্নত হয়েছে। আর আস্তে আস্তে মানুষ পাসপোর্ট এর গুরুত্ব অনুভব করতে শিখেছে। বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে যাত্রা করতে চাইলে প্রত্যেক যাত্রীর কাছে পাসপোর্ট থাকা বাঞ্ছনীয়।

বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিরা একাধিক সুযোগ-সুবিধা পেয়ে থাকলেও বিনা পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার অনুমতি নেই কারো কাছে। এমনকি কোন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকেও কনস্যুলার পাসপোর্ট ব্যবহার করতে হয় বিদেশ যাত্রার জন্য। রাজ পরিবারের সদস্য হলেও কোনরকম ছাড় পাওয়া যায় না এই বিষয়ে। তবে পৃথিবীতে এমন তিনজন ব্যক্তিত্ব রয়েছেন যারা বিনা পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারেন (Travel Without Passport)। পৃথিবীর কোন দেশের আইন তাদের ভ্রমন পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সব দেশের দ্বার তাদের জন্য এক্কেবারে উন্মুক্ত।

আরো পড়ুন: এবার থেকে ট্রেন মাত্র ৩০ সেকেন্ড দাঁড়াবে শিয়ালদা স্টেশনে, এমন নিয়ম করছে রেল পরিষেবা

নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এই তিনজন ব্যক্তি কারা? এই তিনজন হলেন ব্রিটেনের রাজা এবং জাপানের রাজা ও রানী। এই তিন জন ব্যক্তির বিদেশ যাত্রার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। জাপানের রাজা ও রানী এই সুযোগ-সুবিধা পেয়েছেন পৈতৃক সূত্রে। আপাতত জাপানের বর্তমান রাজা নারুহিতো এবং স্ত্রী মাসাকো এই সুযোগ-সুবিধা ভোগ করছেন। এর আগে রাজা নারুহিতোর বাবা এবং মা এই সুযোগ-সুবিধা পেতেন। রাজ্যের দায়িত্ব হাতে আসার সাথে সাথে এই বিশেষ সুবিধাটিও এসেছে বর্তমান রাজার হাতে।

একইভাবে ব্রিটেনের বর্তমান রাজা চার্লসের কাছে রয়েছে একই সুবিধা। এই সুবিধা আগে ছিল মূলত ব্রিটেনের রানী এলিজাবেথের কাছে। তার মৃত্যুর পর রাজ সিংহাসনের দায়িত্ব আসে চার্লসের কাছে। এরপর তার সেক্রেটারি ব্রিটেনের বর্তমান রাজা হিসেবে তাকেও এই সুবিধা পাইয়ে দেওয়ার আবেদন জানান স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। বর্তমানে ব্রিটেনের রাজা চার্লস এই সুযোগ-সুবিধা ভোগ করছেন। যতদিন রাজ সিংহাসন তার দখলে থাকবে ততদিন তিনি বিনা পাসপোর্টে বিদেশ যাত্রা করতে পারবেন। তবে রানী কিন্তু এই সুবিধা পান না। তার কাছে এবং রাজ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকা বাঞ্ছনীয়। তবে রাজ পরিবারের সদস্যদের যাতায়াতের জন্য পৃথিবীর যেকোনো দেশের যেকোন এয়ারপোর্টে একটি আলাদা ব্যবস্থা করা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *