500 Rupee Note: ৫০০ টাকার নোট নিয়ে নতুন নির্দেশিকা, সময় শেষের আগেই করতে হবে এই ৩টি কাজ

500 Rupee Note: সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ৫০০ টাকার নোট নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যার মাধ্যমে ভারত সরকার ৫০০ টাকার নোটের বৈধতা নিশ্চিত করে জালিয়াতি থামিয়ে দিতে চাইছে। এতে নিয়ে আসা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি আগামী ১০ই জানুয়ারি, ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। নইলে পড়তে পারেন ঝামেলা। তাই দেরি হয়ে যাওয়ার আগেই জেনে নিন কি সেই তিনটি গুরুত্বপুর্ণ কাজ।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি ৫০০ টাকার নোটের (500 Rupee Note) ডিজাইনের বেশ কিছু পরিবর্তন এনেছে। যাতে ভারতীয় বাজারে নোট জাল করা রুখে দেওয়া যায় এবং সহজেই জাল টাকা সনাক্ত করা যায়। এতে ভারতীয় আর্থিক অবস্থা আরও নিরাপদ হতে চলেছে বলে ধারণা। নতুন নোটগুলোতে সিকিউরিটি ফিচারের তালিকায় রয়েছে রং পরিবর্তনশীল পাত ও লাল কেল্লার ছবি। এছাড়া অন্ধ ব্যক্তিদের জন্য উঁচু প্রিন্টিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

কিভাবে জাল নোট পরীক্ষা করবেন

ভারতীয় ৫০০ টাকার নোট (500 Rupee Note) পরীক্ষা করে গ্রহণ করতে হবে। এবং প্রতিটি নোট নতুন মহাত্মা গান্ধী সিরিজের নোট কিনা পরীক্ষা করে বুঝে নিতে হবে। সাথে সিকিউরিটি থ্রেডের রং পরিবর্তন, উঁচু প্রিন্টিং এবং লাল কেল্লার ছবি রয়েছে কিনা যাচাই করে নিতে হবে। যদি কোনো নোট জাল মনে হয় তবে সেটি নিয়ে গিয়ে দ্রুত নিকটস্থ ব্যাংক বা পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে হবে। এই নোট রাখা আইনত অপরাধ তাই ধরা পড়লে শাস্তি দেওয়া হবে।

আরো পড়ুন: হুহু করে নামছে টাকার দাম! পাঁচ বছর পর ১লক্ষ টাকার মূল্য কত হবে

পুরানো বা ক্ষতিগ্রস্ত নোট পরিবর্তন

পুরানো বা ক্ষতিগ্রস্ত ভারতীয় ৫০০ টাকার নোট (500 Rupee Note) নতুন বছরের ১০ই জানুয়ারির পর থেকে এর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। তাই সময়সীমা শেষ হওয়ার আগেই ব্যাংকে গিয়ে ওই পুরানো নোটগুলি জমা করে নতুন নোটে পরিবর্তন করে নিতে পারেন।

সময়ের আগে এই তিন কাজ না করলে কি হতে পারে

যদি কোনো ব্যক্তি ১০ই জানুয়ারির মধ্যে এই কাজগুলি সম্পন্ন না করে থাকেন তবে কাছে থাকা সমস্ত পুরানো এবং ক্ষতিগ্রস্ত নোটগুলি বাতিল বা অবৈধ হয়ে যেতে পারে। আর জাল নোট রাখার ক্ষেত্রে সেটি চেপে রাখার জন্যও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারতের মাটিতে জাল টাকা তৈরি এড়াতে, আর্থিক নিরাপত্তা দিতে এবং জনগণের সুরক্ষার জন্য এই পদ্ধতি নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *