Site icon লোকাল সংবাদ

শুধু পুরুষ নয়, নারী মহলে বিশেষ জনপ্রিয় এই ৪ সেরা গাড়ি

সেরা গাড়ি

প্রতিনিধত্বমুলক

সেরা গাড়ি: বর্তমান যুগে নারী পারে না এমন কোনো কাজ নেই। প্রায় বহু কাজেই পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করার সাহস রয়েছে নারীদের। এমনকি বহু নারী খেলা থেকে শুরু করে ঘর-বাহিরে ২ জায়গাতেই কাজ করে চলেছে। আন্তর্জাতিক নারী দিবসে স্বয়ং প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতা, লক্ষ্য, নারী জাগরণের বার্তা দিয়েছেন। শুধু তাই না, এদিন নারী উন্নয়নের জন্য চলমান একাধিক কর্মসূচি নিয়েও চলেছে আলোচনা। এই আবহেই উঠে এসেছে নারী সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বিষয়। আর তা হলো নারীদের বিশেষ পছন্দের গাড়ি। অর্থাৎ মহিলা মহলে কোন গাড়ি মহিলাদের সবচেয়ে বেশি পছন্দের? এই আলোচনা উঠতেই প্রকাশ্যে এসেছে ৪ সেরা গাড়ির তালিকা। কোন ৪ গাড়ি পছন্দ করেন মহিলারা?

মারুতি সুজুকি সুইফট

ভারতের সবথেকে বেশি বিক্রিত গাড়িগুলির মধ্যে এক অন্যতম গাড়ি হলো মারুতি সুজুকি সুইফট। যা মহিলাদের ৪ সেরা গাড়ির মধ্যে একটি। ১৪টি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ রয়েছে এই গাড়ি। পেট্রোল, সিএনজি উভয় ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। বিশেষত স্পোর্টি ডিজাইন, জ্বালানি কার্যক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং সাশ্রয়ী মূল্যের হওয়ায় গাড়িটি মহিলারা বিশেষভাবে পছন্দ করেন।

হোন্ডা জ্যাজ

মহিলাদের ৪ সেরা গাড়ির তালিকায় থাকা আরো একটি দুর্দান্ত পছন্দের গাড়ি হল হোন্ডা জ্যাজ। ৫ সিটযুক্ত এই গাড়ির প্রতি খুবই আকর্ষণ দেখা যায় মহিলাদের মধ্যে। বিশেষ করে নারীরা এই গাড়িটি পছন্দ করেন আধুনিক বৈশিষ্ট্য, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, টেকসই ডিজাইন এবং দুর্দান্ত মাইলেজের কারণে।

আরও পড়ুন: জিওর ই-বাইকে এক চার্জেই পৌঁছে যান কলকাতা থেকে ভুবনেশ্বর

মারুতি সুজুকি ব্যালেনো

মারুতি সংস্থার প্রতিটি গাড়ি ক্রেতাদের কাছে বেশ নজরকারে। তবে সুজুকি সুইফটের পাশাপাশি সুজুকি ব্যালেনোর প্রতি প্রচুর উন্মাদনা দেখা যায় নারীদের। মূলত মারুতি সুজুকি ব্যালেনোর অত্যাধুনিক ফিচার্স, আরামদায়ক নিরাপদ যাত্রা, দুর্দান্ত ইঞ্জিন, গাড়ির ইন্টেরিয়ার লুক গাড়িটিকে মহিলাদের কাছে বেশ আকর্ষণীয় করে তুলেছে।

হুন্ডাই আই ২০

মহিলাদের ৪ সেরা গাড়ির তালিকায় অন্তর্ভুক্ত আরও এক জনপ্রিয় গাড়ি হল Hyundai i20। মহিলাদের কাছে এই গাড়ি বিশেষভাবে জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো গাড়ি চালানো। খুব সহজেই Hyundai i20 গাড়ি চালানো যায়। পাশাপাশি গাড়ির চোখ ধাঁধানো ডিজাইন, লেটেস্ট সিকিউরিটি, ডিআরএলস, গ্রিল এবং টেল ল্যাম্প গাড়িটিকে অন্যদের থেকে বিশেষভাবে মহিলাদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

Exit mobile version