আজকাল সমাজের সাথে তাল মিলিয়ে সব চেয়ে কঠিন কাজ হলো সন্তান মানুষ করা। তার চরিত্র গঠন, শিক্ষা এবং জীবন ধরন সব কিছুই থাকে বাবা মায়ের হাতে। ফলে সন্তান ধারনের সময় থেকেই পিতা মাতার চিন্তার শেষ থাকেনা। সেরকমই আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো ৯টি বিশেষ গুন নিয়ে যা আপনার সন্তানের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করবে।
সন্তানকে শেখান এই ৯টি গুণ সম্পর্কে:
১. শিশুকে ছোট থেকেই তাকে নিজের কাজ নিজেকে করতে শেখাতে হবে। যা বাচ্চাকে স্বাবলম্বী এবং আত্ম নির্ভর করে তুলতে সাহায্য করবে।
২. ছোট থেকেই বড়দের সম্মান করতে সেখান। তার সামনে নিজেও তাই করুন। বড়দের প্রণাম বা নমস্কার করতে শেখাতে হবে।
৩. ছোট থেকেই শিশুকে ছোট ছোট কিছু দায়িত্ব দিতে হবে। যেমন: জল আনা, পোশাক আনা, টব সরানো ইত্যাদি।
৪. ৯টি গুণের অন্যতম হলো স্বাধীনতা। ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতে হবে। এতে শিশুরা মানসিক বিকাশ হবে।
৫. শিশুর সব চাওয়া পূরণ করবেন না। তাহলে তাঁর অহংকার ও জেদ তৈরি হতে পারে। ৯টি গুণের মধ্যে টাকার গুরুত্ব বোঝাটাও অন্যতম।
আরও পড়ুন: দুটো সিম ব্যবহারকারীদের জন্য সুখবর, বিরাট অফার দিচ্ছে বিএসএনএল
৬. নিজের শিশুকে শৃঙ্খলা শেখাতে হবে। সময় মেনে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, বিদ্যালয়ে যাওয়া,পড়তে বসা ইত্যাদি।
৭. ৯টি গুণের মধ্যে সবচেয়ে গুরুত্বপুর্ণ হলো সুখাদ্য গ্রহণের এবং শরীরচর্চার উৎসব।
৮. শিশুকে ছোট থেকেই অন্যদের সাহায্য করতে শেখান। যা শিশুর মধ্যেকার নেতৃত্ব দেওয়ার গুনকে জাগিয়ে তোলে।
৯. সন্তান কোনো ভুল করলে তাকে জোর গলায় বকবেন না বরং ভালো করে তার ভুল ধরিয়ে দেবেন। এটিও ৯টি গুণের মধ্যে অন্যতম।