Fixed Deposit Rate: ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন, এই ব্যাংকগুলো দেয় সব থেকে বেশি সুদ

Fixed Deposit Rate: আজকাল টাকা জমানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ফিক্সড ডিপোজিট। তবে টাকা জমা করার আগে অবশ্যই কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে কত হারে সুদ দিচ্ছে (Fixed Deposit Rate) তার সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। দেশের সব ব্যাংকগুলি তাদের নিজস্ব হিসেব অনুযায়ী সুদের হারের পরিবর্তন করে থাকে। তাই বিনিয়োগের আগে অবশ্যই কোন ব্যাংকের সুদের হার বেশি সেই বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন। আজ আলোচনা করা হলো তিন বছরের ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে দেশের সেরা সুদের হার দেওয়া প্রথম আটটি ব্যাংক সম্পর্কে!

১. HDFC Bank: এই ব্যাংকে কোনো ব্যক্তি যদি তিন বছরের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Rate) করার কথা ভাবেন তবে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ হারে সুদ এবং জেনারেল সিটিজেনরা পাবেন ৭ শতাংশ।

২. ICICI Bank: এই ব্যাংকে তিন বছরের ফিক্সড ডিপোজিটে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬ শতাংশ সুদ আর অন্যান্যরা ৭ শতাংশ।

৩. Federal Bank: এই ব্যাংকে তিন বছরের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit Rate) সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ এবং সাধারণ মানুষ পাবেন ৭ শতাংশ সুদের হার।

৪. SBI Bank: এই ব্যাংকে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৭.২৫ শতাংশ সুদের হার তিন বছরের ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে। একই ভাবে সাধারণের জন্য সুদের হার রাখা হয়েছে ৬.৭৫ শতাংশ।

আরো পড়ুন: এসবিআই এর বাম্পার অফার, একবার বিনিয়োগে বিপুল লাভ

৫. Kotak Mahindra Bank: এই ব্যাংকে তিন বছরের ফিক্সড ডিপোজিট করতে সিনিয়র সিটিজেনদের সুদের হার দেওয়া হয় ৭.৬ শতাংশ এবং অন্যান্যদের ৭ শতাংশ।

৬. Union Bank: এই ব্যাংকে তিন বছরের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit Rate) সিনিয়র সিটিজেনরা ৭.২ শতাংশ হারে সুদ পান আর অন্যদের ক্ষেত্রে সুদের হার থাকে ৬.৭ শতাংশ।

৭. Canara Bank: এই ব্যাংকের ক্ষেত্রে তিন বছরের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Rate) করতে সিনিয়র সিটিজেনদের সুদের হার দেওয়া হয় ৭.৯ শতাংশ এবং সাধারণের জন্য সুদের হার থাকে ৭.৪ শতাংশ।

৮. Punjab National Bank: এই ব্যাংকে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে সিনিয়র সিটিজেনদের সুদের হার থাকে ৭.৫ শতাংশ এবং সাধারণ মানুষের জন্য থাকে ৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *