Fixed Deposit: গ্রাহকদের জন্য দারুন সুখবর, ফিক্সড ডিপোজিটে ব্যাপক অফার দিচ্ছে এই ব্যাংকগুলি। ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে বিনিয়োগ সব থেকে ভালো উপায়। সঞ্চিত অর্থ শুধুমাত্র সঞ্চয় করে না রেখে বিনিয়োগের মাধ্যমে তা কিছুটা বাড়ানো গেলে মন্দ হয় ন শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এই ধরনের মধ্যবিত্তদের কাছে বিনিয়োগের জন্য সেরা পছন্দ ব্যাংক অথবা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলি। এই স্কিমগুলির মধ্যে ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমটি বেশ জনপ্রিয় সাধারণের মাঝে। এবার সেই পিকনিক নিয়েই দারুন সুখবর নিয়ে এলো এই ব্যাংকগুলি।
ব্যাংকে সঞ্চিত অর্থের উপর সুদ প্রদান করে থাকে ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু আলাদা আলাদা ব্যাংকের জন্য এই সুদ প্রদান করার নিয়মটি আলাদা। তাই একই পরিমাণ অর্থের উপর ভিত্তি করে কোনো ব্যাংক একটু বেশি পরিমাণ সুদ দেয় আবার কোন, ব্যাংক একটু কম পরিমাণ সুদ দেয়। বিনিয়োগের আগে এই বিষয়টি ভালো করে যাচাই করে নেওয়া প্রয়োজন। অনেকেই আছেন যারা বেশি উপার্জন করার আশায় বিভিন্ন রকম অফার খুঁজতে থাকেন। আজকের প্রতিবেদনে কয়েকটি ব্যাংক এবং তাদের ফিক্স ডিপোজিটের (Fixed Deposit) সুদের পরিমাণ সম্পর্কে আলোচনা করা হলো।
উৎকর্ষ স্মল ফাইনান্স: এই ব্যাংকে ৭ দিন থেকে ১০ বছর সময় পর্যন্ত ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) জন্য বিনিয়োগ করা যেতে পারে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৪ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয় গ্রাহককে। প্রবীণ নগরিকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এক বছরের জন্য বিনিয়োগ করলেও ৮.৬ শতাংশ হারে সুদ প্রদান করে থাকে ব্যাংক।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক: এই ব্যাংকের তরফ থেকেও ফিক্স ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে ভালো অফার দেওয়া হয়েছে। সাধারণদের জন্য ফিক্সড ডিপোজিটের উপর ৪ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশ পর্যন্ত সুদ অফার করে এই ব্যাংক। প্রবীন নাগরিকদের ক্ষেত্রে সুদের হার রাখা হয়েছে ৮.৫৫ শতাংশ।
আরো পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত, কন্যাদের জন্য সরকার দেবে ৩০০০ টাকা
ইউনিটি স্মল ফাইন্যান্স: এই ব্যাংকেও ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) জন্য ৭ দিন থেকে দশ বছর পর্যন্ত সময়সীমা অফার করা হয়। ৪.৫% থেকে ৯ শতাংশ পাওয়া যেতে পারে সুদ। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় এই ব্যাঙ্কেও। এক বছরের জন্য বিনিয়োগ করলে ৮.৩৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে।
এছাড়াও একাধিক স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে যেখানে ফিক্সড ডিপোজিটের উপর চড়া হারে সুদ পাওয়া যায়। বিশেষত প্রবীর নাগরিকদের জন্যই বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় এই ব্যাংকগুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য, জন স্মল ফাইন্যান্স ব্যাংক এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক উভয়ের ক্ষেত্রে ১ বছরের জন্য বিনিয়োগেও পাওয়া যেতে পারে ৮.৭৫ শতাংশ সুদ। স্মল ফাইন্যান্স ব্যাংক এখানেও ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে ভালো অফার রাখা হয়েছে। এক বছরের জন্য বিনিয়োগে পাওয়া যেতে পারে ৮.৬০ শতাংশ হারে সুদ।