Bank Privatisation: খুব শীঘ্রই বেসরকারিকরণ হতে চলেছে এই চারটি সরকারি ব্যাংক

Bank Privatisation: আবারো হতে চলেছে ব্যাংক বিক্রি! চারটি সরকারি ব্যাংকের বেসরকারিকরণ হতে চলেছে শীঘ্রই। আবারো হতে চলেছে ব্যাংকের বেসরকারিকরণ। কিছুদিন আগেও বেশ কিছু ব্যাংকের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছিল রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আবারও সেই একই পথে হাঁটছে আরবিআই। এবার চারটি বড় সরকারি ব্যাংকের বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের শেয়ার কমিয়ে আনা হবে এই ব্যাংকগুলিতে।

রিজার্ভ ব্যাংকের তরফ থেকে চারটি বড় সরকারি ব্যাংকের বেসরকারিকরণের (Bank Privatisation) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চারটি ব্যাংক হল ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে এই চারটি ব্যাংককেই সরকারি মালিকাধীন বলা চলে। প্রত্যেকটি ব্যাংকে সরকারের অংশীদারিত্বের পরিমাণটাই বেশি। এর মধ্যে পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকে সরকারের অংশীদারিত্ব রয়েছে সব থেকে বেশি পরিমাণে ৯৮.৩%। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাংকে সরকারের অংশীদারিত্বের পরিমাণ যথাক্রমে ৯৬.৪ শতাংশ ও ৯৫.৪ শতাংশ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সরকারের অংশীদারিত্ব রয়েছে ৯৩ শতাংশ।

কিন্তু হঠাৎ কেন এই সরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণের (Bank Privatisation) সিদ্ধান্ত নিল আরবিআই?তথ্যসূত্রে জানা গেছে, এই সরকারি ব্যাংকগুলির বেসরকারিকরণ করা হচ্ছে সরকারি ব্যাংকে মূলধনের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে। বর্তমানে বেসরকারি ব্যাংকের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সরকারি ব্যাংকের পরিকাঠামো এবং পরিষেবা আরো অনেক বেশি উন্নত করতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সরকারি ব্যাংকের মূলধনের পরিমাণ। আর সেই সমস্যা মেটাতেই ব্যাংকগুলির বেশ কিছু শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল আরবিআই। কিন্তু শেয়ার বিক্রি হওয়ার পরও ২৫% সরকারের হাতেই রাখা হবে বলে জানা গেছে। অর্থাৎ ব্যাংকগুলি বেসরকারি হয়ে গেলেও সম্পূর্ণ ভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না।

আরো পড়ুন: পোস্ট অফিসের হিডেন জেম, এই স্কিম হার মানাবে বড় ফিক্সড ডিপোজিটকেও

আগামী মাসে সরকারের পক্ষ থেকে এই চারটি ব্যাংকের শেয়ার বিক্রির মধ্যে দিয়ে সরকারি ব্যাংকগুলির বেসরকারিকরণ (Bank Privatisation) করা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। কিন্তু শেয়ার বাজারে এই খবর বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। শোনা গেছে ওপেন মার্কেট অফার পদ্ধতিতে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ইতিমধ্যে এই খবরের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সমগ্র শেয়ার বাজার জুড়ে। চারটি ব্যাংকের শেয়ারের দাম প্রতিনিয়ত দ্রুত গতিতে বাড়ছে। এখনো পর্যন্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ৪৪ শতাংশ। অন্যদিকে পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ করে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবারো নতুন চারটি সরকারি ব্যাংকের বেসরকারিকরণ (Bank Privatisation) করার সিদ্ধান্ত নিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বেশিরভাগের মনে প্রশ্ন আসছে এই সিদ্ধান্তের ফলে কি সাধারণ মানুষকে কোন রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে? বিশেষজ্ঞদের মতে রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে সাধারনের কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। যেহেতু সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না তাই বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে তেমন কোন প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বরঞ্চ বেসরকারিকরণের মধ্যে দিয়ে পরিষেবার মান উন্নত হতে পারে বলেই আশা রাখছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *