Indian Railways: ট্রেনের টিকিট কাটলেই বিনামূল্যে পেয়ে যাবেন এই পরিষেবাগুলি, রইল বিস্তারিত। ভারতীয় পরিবহন ব্যবস্থার মূল ভীত দাঁড়িয়ে রয়েছে ভারতীয় রেল পরিষেবার উপরে। যাত্রী সুবিধার্থে একাধিক পরিষেবা প্রদান করে থাকে ভারতীয় রেল কর্তৃপক্ষ। আপনি কি জানেন? ট্রেনের টিকিট বুক করার সাথে সাথে বেশ কয়েকটি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবার অধিকার পেয়ে থাকেন যে কোন যাত্রী। আজকের প্রতিবেদনে সেই সমস্ত পরিষেবাগুলি সম্পর্কে আলোচনা করা হবে। যাতে এর পরবর্তী প্রত্যেকটি ট্রেন যাত্রা আপনার জন্য আরও বেশি আরামদায়ক, সুখকর এবং সুবিধাজনক হতে পারে।
ফ্রি ওয়াইফাই পরিষেবা: বর্তমান যুগটা একেবারেই ইন্টারনেট ভিত্তিক হয়ে পড়েছে। আমরা আমাদের জীবনের বেশিরভাগ কাজের জন্যই ইন্টারনেটের উপর নির্ভর করতে শুরু করেছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় রেল পরিষেবা যাত্রীদের জন্য নিয়ে এসেছে দারুন সুযোগ। বিভিন্ন রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই এর পরিষেবা প্রদান করা হয় ভারতীয় রেল কতৃপক্ষের (Indian Railways) তরফ থেকে। খুব সহজেই এই পরিষেবা ব্যবহার করা যায়।
বিনামূল্যে বেডরোলের সুবিধা: এই তথ্যটি হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। যে কোন দূরপাল্লার ট্রেনে যাত্রাপথে প্রয়োজনীয় বালিশ, দুটি বেডশিট, কম্বল ইত্যাদি রেল কর্তৃপক্ষের (Indian Railways) তরফ থেকে বিনামূল্যে প্রদান করা হয় যাত্রীকে। এসি ওয়ান, টু, থ্রি কোচগুলিতে তো অবশ্যই পাওয়া যায়। তাছাড়া বেশ কিছু স্লিপার ক্লাসের ক্ষেত্রেও এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে সামান্য পরিমাণ চার্জ নেওয়া হয় বেডরোল পরিষেবার পরিবর্তে।
বিনামূল্যে খাবার প্রদান: সাধারণত যদি অনেক দূরের পথ অতিক্রম করতে হয় তাহলে অর্থের বিনিময়ে খাবার সংগ্রহ করা যায় রেল কর্তৃপক্ষের (Indian Railways) কাছ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে টিকিটের সাথে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন? রেল কর্তৃপক্ষের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যেও খাবার পাওয়া যায়। যদি আপনি কোন প্রিমিয়াম রেল পরিষেবা ব্যবহার করে থাকেন যেমন রাজধানী, দুরন্ত এক্সপ্রেস। এই ধরনের রেল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো কারণে আপনার ট্রেনটি নির্দিষ্ট সময়ের চেয়ে দু’ঘণ্টা বা তারও বেশি দেরিতে চলাচল করে তাহলে রেল কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে খাবার প্রদান করা হয়। এর জন্য আলাদাভাবে এক পয়সাও খরচ করার প্রয়োজন পড়বে না।
আরো পড়ুন: ট্রেনের কনফার্ম টিকিট কাটার ক্ষেত্রে জারি নতুন নিয়ম
ওয়েটিং রুম ফেসিলিটি: সাধারণত যেকোনো বড় স্টেশনে ওয়েটিং রুম ফেসিলিটি পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে এই পরিষেবা গ্রহণের জন্য নূন্যতম চার্জ কাটা হয়। কিন্তু আপনার ট্রেনটি যদি নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে চলাচল করে। তাহলে এই ফেসিলিটি আপনি একেবারে বিনামূল্যে পেতে পারেন। অর্থাৎ আপনাকে যদি আপনার নির্দিষ্ট ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় তাহলে আপনি স্টেশনের যেকোন এসি বা নন এসি ওয়েটিং রুম সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন।
বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা: ভারতীয় রেল পরিষেবার (Indian Railways) সবথেকে গুরুত্বপূর্ণ পরিষেবাটি হল বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রদান করা। যাত্রা পথে যদি কোন যাত্রী অসুস্থ বোধ করেন তাহলে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা প্রদান করা ভারতীয় রেল পরিষেবার অন্যতম অংশ। যদি অবস্থা গুরুতর হয় তাহলে নিকটস্থ হাসপাতাল বা অন্য কোন সরকারি চিকিৎসালয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকে রেল কর্তৃপক্ষ। এবং এই পুরো পরিষেবাটি দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।