Post Office Interest Rate: বাড়লো সুদের হার, সুবিধা পাবেন পোস্ট অফিসের মহিলা গ্রাহকরা। আর্থিক সুরক্ষার কথা চিন্তা করলে ব্যাংক অথবা পোস্ট অফিসের স্কিমগুলি তুলনামূলক অনেক বেশি সুরক্ষিত। তাই জন্য এই ধরনের স্কিমগুলিতেই বিনিয়োগের পরিমাণ সাধারণত বেশি থাকে। বিশেষত মধ্যবিত্ত পরিবারগুলিতে এই ধরনের স্কিমগুলির চাহিদা সবথেকে বেশি। পুরুষদের মধ্যে বিনিয়োগের যতটা চাহিদা রয়েছে মহিলাদের মধ্যে ঠিক ততটা নিয়ে সেই কারণে মহিলাদেরকে বিনিয়োগে উৎসাহ যোগাতে একাধিক নতুন প্রকল্প নিয়ে এসছে পোস্ট অফিস, ব্যাংক এবং অন্যান্য সংস্থাগুলিও।
পোস্ট অফিসে এমন অনেক স্কিম রয়েছে যেখানে অল্প বিনিময়ের মাধ্যমে অনেক বেশি রিটার্ন পাওয়া সম্ভব। বিশেষত মহিলাদের জন্য পোস্ট অফিসের এই স্কিমগুলিতে সুদের হার বেশি রাখা থাকে। সাধারণত প্রত্যেক ত্রৈ মাসিকে ক্ষুদ্র প্রকল্পের হার পুনরায় বিবেচনা করা হয় সরকারের পক্ষ থেকে। সেই নিয়ম অনুযায়ী, ২০২৪ এর সেপ্টেম্বরে দ্বিতীয় সুদের হার (Post Office Interest Rate) বিবেচনা করা হয়েছ। তবে সুদের হারের ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম: সেভিংসের মাধ্যমে ভালো সুদ পেতে চাইলে, পোস্ট অফিসের এই প্রকল্পটি বেশ ভালো। মূলত সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য এই প্রকল্পটিকে আলাদাভাবে তৈরি করা হয়েছে। ন্যূনতম হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই প্রকল্পের মাধ্যমে। বর্তমান সুদের হার (Post Office Interest Rate) অনুযায়ী ৮.২% সুদ পাওয়া যায় এই প্রকল্প থেকে।
আরো পড়ুন: কম খরচে বেশি টাকা উপার্জন করতে চান, এলআইসির এই স্কিমে বিনিয়োগ করুন
পোস্ট অফিস টাইম ডিপোজিট এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: পোস্ট অফিসের এই প্রকল্প দুটিতেও সুদের হার (Post Office Interest Rate) বেশ ভালো। এই প্রকল্প দুটির বিশেষ সুবিধা হল দুটি প্রকল্পের ক্ষেত্রেই কর ছাড়ের সুযোগ পাওয়া যায়। দুটি প্রকল্পের ক্ষেত্রেই মেয়াদ পাঁচ বছরের। পোস্ট অফিস টাইম ডিপোজিটে ন্যূনতম হাজার টাকা থেকে বিনিয়োগ করা শুরু করা যেতে পারে। এই প্রকল্পে বর্তমান সুদের হার রয়েছে ৭.৫%। অন্যদিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে বর্তমান সুদের হার রয়েছে ৭.৭ শতাংশ।
কিষান বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা: অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কিষান বিকাশ পত্র। এখানে বিনিয়োগ করলে ৯ বছর ৭ মাসের মধ্যে বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হয়ে ফেরত আসবে গ্রাহকের কাছে। বর্তমান সুদের হার (Post Office Interest Rate) অনুযায়ী এই প্রকল্পের ক্ষেত্রে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে শুধুমাত্র শিশু কন্যাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের অভিভাবকদের জন্য নিয়ে আসা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। নির্দিষ্ট শিশু কন্যাটির ১৮ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। ১৮ বছর পূর্ণ হলে সুদ সমেত বিনিয়োগ করা টাকা ফেরত পাবে সেই শিশুটি। এই প্রকল্পের ক্ষেত্রে বর্তমানে সুদের হার ধার্য করা হয়েছে ৮.২ শতাংশ।