ফিক্সড ডিপোজিট করবেন ভাবছেন? এই ব্যাংক দিচ্ছে ৮.৬০ শতাংশ সুদ

ফিক্সড ডিপোজিটে মানুষ টাকা রেখে সবথেকে বেশি নিশ্চিন্ত বোধ করেন। তাই এর জনপ্রিয়তা অন্যান্য ইনভেসমেন্ট এর থেকে অনেক বেশি। যেখানে মানুষ অতি সহজেই টাকা রেখে লাভের মুখ দেখতে পারেন। তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধিতে এখন ফিক্সভ ডিপোজিটকে বেছে নেন মধ্যবিত্ত বাঙালিরা।
সে ক্ষেত্রে সুদের হার যদি ৮.৬০ শতাংশ পাওয়া যায়, তাহলে তো কোন কথাই নেই।

সুরক্ষিত বিনিয়োগের নিশ্চিত বড় রিটার্ন পেতে মানুষের ভরসার জায়গায় রয়েছে সরকারি ব্যাংক। এর পাশাপাশি বিভিন্ন স্মল ফিনান্স ব্যাংকেও এখন মানুষ ইনভেস্ট করছেন। স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট করলে আপনি উচ্চ সুদের হার পেতে পারেন। তেমনি এই ব্যাংকে টাকা রাখলে এখন থেকে আপনি ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। আপনি যদি এই ব্যাংকে বিনিয়োগ করতে চান তবে ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।

সম্প্রতি এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে বড়সড় রদবদল ঘটিয়েছে। ২০শে জানুয়ারি ২০২৫ থেকে তারা তাদের ফিক্সড ডিপোজিটে এই পরিবর্তন আনতে চলেছে। ব্যাংক সূত্রের খবর অনুযায়ী, এখানে জেনারেল সিটিজেনরা ফিক্সড ডিপোজিট করলে পেতে পারেন ৮.১০ শতাংশ পর্যন্ত সুদ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৮.৬০ শতাংশ পর্যন্ত পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে ২৩৬ টাকা, আসল কারণ কী

ব্যাংকের নিয়ম অনুযায়ী, সিনিয়র সিটিজেনরা ৭ দিন থেকে ১ মাস ১৫ দিন টাকা রাখলে সুদ পাবেন ৪.২৫ শতাংশ। ১ মাস ১৬ দিন থেকে শুরু করে ৩ মাস পর্যন্ত টাকা রাখলে সুদ পাবেন ৬ শতাংশ করে। ৩ মাস ১দিন থেকে শুরু করে ৬ মাসে সুদ পাবেন ৬.৫০ শতাংশ। ৬ মাস ১ দিন থেকে ১২ মাস পর্যন্ত সুদ পাবেন ৭.৭৫ শতাংশ। ১২ মাস ১ দিন থেকে শুরু করে ১৫ মাস টাকা রাখলে ৮.৩৫ শতাংশ হারে সুদ পাবেন। 

অপরদিকে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে, তারা যদি ৭ দিন থেকে ১ মাস ১৫ দিন পর্যন্ত টাকা রাখেন তবে সুদ পাবেন ৩.৭৫ শতাংশ। ১ মাস ১৬ দিন থেকে শুরু করে ৩ মাস পর্যন্ত সুদ পাবেন ৫.৫০ শতাংশ হারে সুদ। ৩ মাস ১ দিন থেকে ৬ মাস পর্যন্ত টাকার ক্ষেত্রে সুদ পাবেন ৬ শতাংশ হারে। ৬ মাস ১ দিন থেকে ১২ মাস পর্যন্ত সুদ পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ। ১২ মাস থেকে ১৫ মাস পর্যন্ত টাকা রাখলে পেতে পারেন ৭.৮৫ শতাংশ হারে সুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *