Fixed Deposit Scheme: যেভাবে দ্রুত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা খুব গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে। আর এর জন্য ফিক্সড ডিপোজিট এখন সাধারণ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে ফিক্সড ডিপোজিট। বিভিন্ন ব্যাংকে এই সুবিধা রয়েছে গ্রাহকদের জন্য। তবে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সব থেকে বেশি নজর দিতে হয় এর সুদের হারের উপর। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে এমন একটি ব্যাংক নিয়ে যেখানে ফিক্সড ডিপোজিটের সুদের হার ৮.৭৫ শতাংশ।
সম্প্রতি রত্নাকর ব্যাংক লিমিটেডের তরফে তাদের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit Scheme) সুদের হারে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। এবার এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে ৩ কোটি টাকা পর্যন্ত সুদ পাবেন বিনিয়োগকারীরা। এদিন নতুন নির্দেশিকায় এমনটাই জানালেন ব্যাংক কর্তৃপক্ষ। গত ১৫ই ডিসেম্বর থেকে এই নতুন সুদের হার থেকেই শুরু হয়েছে বিনিয়োগকারীদের জন্য। ব্যাংক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এমনটা জানা যাচ্ছে।
RBL ব্যাংকের তরফে পরিবর্তিত সুদের হারে এবার ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit Scheme) উপর সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৭৫ শতাংশ হারে সুদ এবং সাধারণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ হারে সুদ। ফলে বিনিয়োগের উপর এরকম মোটা টাকা রিটার্ন পেতে গ্রাহকদের সাহায্য করছে রত্নাকর ব্যাংক লিমিটেড।
আরো পড়ুন: গ্রাহকদের সুবিধা দিতে প্রস্তুত পোস্ট অফিস, পাওয়া যাচ্ছে বেশ কিছু সুযোগ সুবিধা
এখানে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit Scheme) উপর ৭ থেকে ১৪ দিনের সুদের হার রয়েছে ৩.৫ শতাংশ। ১৫ থেকে ৪৬ দিনে সুদের যার হবে ৪ শতাংশ। ৪৬ থেকে ৯০ দিনে সুদের হার রয়েছে ৪.৫০ শতাংশ। ৯১ থেকে ১৮০ দিনে সুদের হার হয়ে যাবে ৪.৭৫ শতাংশ। ১৮১ থেকে ২৪০ দিনে সুদের হার হবে ৫.৫০ শতাংশ। ২৪১ থেকে ৩৬৪ দিনে সুদ হবে ৬.০৫ শতাংশ। ৩৬৫ থেকে ৪৫২ দিনের সুদের হার হবে ৭.৫০ শতাংশ। আবার ৪৫৩ থেকে ৪৯৯ দিনে হবে ৭.৮০ শতাংশ এবং এর উর্দ্ধে অর্থাৎ ৫০০ দিনের উপর সুদের হার হয় ৮ শতাংশ।
বছর শেষে RBL ব্যাংকের এই পরিবর্তিত সুদের হারের নিয়মে সব ধরনের বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে চলেছে। ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit Scheme) বিনিয়োগ করলে এই ব্যাংক থেকে মোটা টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা। তবে সবসময় বিনিয়োগের আগে ব্যাংকের সমস্ত নথি মনোযোগ দিয়ে খতিয়ে দেখে নিতে হবে।