Best Post Office Schemes: আজকাল যেই হারে জিনিসপত্রের দাম বাড়ছে সেই জন্য ভবিষ্যতের কথা ভেবে অনেকেরই গায়ে কাঁটা দেওয়ার জো হয়। বিশেষ করে বার্ধক্য কালে শরীর কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন চিকিৎসা খরচ এবং দৈনন্দিন খরচ চালানোও মুশকিল হয়ে পড়ে। সেই জন্যই আগে থেকে বিনিয়োগের কথা ভাবেন অনেকেই। আজ আলোচনা করব এমনই একটি স্কিম নিয়ে।
আজকাল বিনিয়োগের একাধিক সুযোগ থাকলেও বিনিয়োগের সময় সকলেই নির্দিষ্ট কিছু নিরাপত্তার শর্ত মেনে তবেই বিনিয়োগ করতে চান। বিশেষত মোটা টাকা বিনিয়োগের ক্ষেত্রে তো আরও বেশি সতর্ক থাকতে হয় বিনিয়োগকারীকে। সব মিলিয়ে টাকা কম হোক বা বেশি কষ্টার্জিত অর্থের হানি যেকারো সমস্যার কারণ হতে পারে। তাই বেশিরভাগ মানুষ ভরসা করেন পোস্ট অফিসের (Best Post Office Schemes) উপরেই। সরকারি দপ্তর তথা ভারতীয় ডাকের এই বিনিয়োগ পরিষেবা বিনিয়োগকারীদের শুধুমাত্র আর্থিক নিরাপত্তা দেয় না দেয় মোটা টাকা রিটার্নেও।
তাই পোস্ট অফিস স্কিম (Best Post Office Schemes) মানেই সবার ভরসার জায়গা। আজ আলোচনা করব পোস্ট অফিসে সিনিয়র সিটিজেনদের জন্য রাখা একটি প্ল্যানের উপর। পোস্ট অফিসের অন্যতম এই স্কিমটির (Best Post Office Schemes) নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যাতে বার্ষিক ৮.২% হারে মোটা সুদ পাওয়া যাবে। ৬০ বছরের বেশি বয়সী যেকোনো ভারতীয় ব্যক্তিই আবেদন করতে পারবেন এই চমৎকার স্কিমে।
আরো পড়ুন: যথেচ্ছ লেনদেন আইনবিরুদ্ধ, বাৎসরিক লেনদেনের পরিমাণ নির্ধারণ করে আয়কর দপ্তর
৫৫ থেকে ৬০ বছর বয়সী যে কেউ পোস্ট অফিসের এই স্কিমে (Best Post Office Schemes) আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের অধীনে এই স্কিমে বিনিয়োগ করলে ব্যাংকের চেয়েও মোটা হারে সুদ পেতে পারবেন বিনিয়োগকারীরা। মূলত বৃদ্ধ বয়সে অবসরকালীন সময়ে নিশ্চিত রিটার্ন দিতেই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন যেকেউ। নাম মাত্র বিনিয়োগেই পাওয়া যেতে পারে মাসিক পেনশন পাওয়ার সুযোগ।
এখানে নূন্যতম ১ হাজার থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অন্যদিকে ৮০(সি) সেকশনে কর ছাড়ের সুযোগ দেওয়া হবে বিনিয়োগকারীদের। নূন্যতম ৫ বছরের জন্য বিনিয়োগ করা যাবে পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে (Best Post Office Schemes)। এই স্কিমের আওতায় মাসে ২০ হাজার টাকা পেনশন পেতে হলে আগে থেকে বিনিয়োগের অর্থের পরিমাণ হিসেব করে নিতে হবে। অফলাইন এবং অনলাইন দুই ভাবেই করা যেতে পারে আবেদন। অফলাইন আবেদনের জন্য নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে স্কিমের ফর্ম তুলে তা সঠিক পূরন করে এবং বিনিয়োগ করা অর্থের সঠিক পরিমাণ এবং নথি সহ জমা দিলেই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করানো যায়। এছাড়া অনলাইনে ভারতীয় ডাক পরিষেবার ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আবেদন করা যাবে।