Maruti Sujuki Carvo: ভারতের ফোর হুইলারের জগতে চাকা প্রস্তুতকারী কোম্পানীগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়ে চলেছে মারুতি সুজুকি। এই সংস্থার প্রত্যেক মাসের বিক্রির রেকর্ড দেখলে অন্য যেকোনো সংস্থাকে এর পাশে ছোট মনে হওয়া অস্বাভাবিক নয়। তবে কেনো এত জনপ্রিয় এই সংস্থা? এর উত্তরে সমীক্ষা বলছে ভারতীয় বাজারে গ্রাহকদের পছন্দ মতো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারাই এর কারণ।
এবার বাজারে আসতে চলেছে অন্যতম সস্তার গাড়ি মারুতি সুজুকি কার্ভো (Maruti Sujuki Carvo)। এর লঞ্চের আগেই অত্যাধুনিক কিছু সুবিধা এবং মাইলেজ শুনে তাক লাগবে বড় বড়ো সংস্থাগুলিরও। ভারতীয় ফোর হুইলারের জগতে নতুন মাত্রা যোগ হতে চলেছে বলে দাবি সংস্থার।
এই কারভো গাড়িটির ইঞ্জিন সম্পর্কে বলতে হবে এটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং যা গাড়িটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যাবে। এতে রয়েছে ১.২ লিটার টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন যা 125bhpশক্তির সাথে 225nm পিক টর্ক উৎপন্ন করতে পারবে। থাকবে সাতটি স্পিড বিশিষ্ট ডুয়াল ক্লাচের অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম দিয়ে সাজানো যা এর রাইড আরামদায়ক করে তুলবে।
সাথে থাকছে দুর্দান্ত মাইলেজ। প্রতি লিটার তেলে ৩৩ কিলোমিটারের সুপারফাস্ট মাইলেজ এক অন্য অনেক চার চাকার গাড়ি থেকে আলাদা করে দেখাবে। এর অন্যান্য কিছু নজর কাড়া বৈশিষ্ট্য গাড়িটিকে (Maruti Sujuki Carvo) আরও আকর্ষণীয় করে তুলবে। চালকের জন্য থাকবে ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে থাকবে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ফেসিলিটি, ১২.৩ ইঞ্চি তাছ স্ক্রিন, ইনফোটেইনমেন্ট সিস্টেম, রিয়ার পার্কিং সিস্টেম, বৈদ্যুতিক উপরিতল সহ একাধিক ফিচার এর অন্য মাত্রা এনে দেবে।
আরো পড়ুন: বাজারে বহুল বিক্রিত এই ৪ গাড়ি! কিন্তু ক্রাশ টেস্টে রেটিং কম
এছাড়াও গাড়ির যাত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে চারটি এয়ারব্যাগ, চাইল্ড সেফটি লক, সেন্ট্রাল লকিং, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের মতো দুর্ধর্ষ অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে। এর মূল্যও নির্ধারণ করা হয়েছে গ্রাহকদের পকেটের চিন্তা করেই। মোটামুটি ৬ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে এর দাম! এবং শীর্ষ মডেলের দাম হতে পারে সর্বাধিক ৮ লক্ষ টাকার কাছে।
এই কারভো (Maruti Sujuki Carvo) গাড়িটির লঞ্চিং ডেট এখনও নির্দিষ্ট করেনি মারুতি সুজুকি সংস্থাটি। তবে সূত্রের খবর অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এর বাজারে আসার সম্ভাবনা রয়েছে।